বঙ্গ

ভুটান সীমান্তে আন্তর্জাতিক মানের হাট গড়ছে রাজ্য, খরচ প্রায় ২ কোটি

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: ভুটান সীমান্ত (Bhutan Border) ঘেঁষে অবস্থিত শতাব্দী প্রাচীন চামুর্চি হাটে শুরু হয়েছে পরিকাঠামো উন্নয়নের কাজ। রাজ্য সরকারের কৃষিজ বিপণন দফতরের উদ্যোগে ১ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই ঐতিহ্যবাহী হাটের নবীকরণে শুরু হয়েছে শেড তৈরির কাজ।

১২৩ বছরের পুরনো এই হাটে ছয়টি আধুনিক শেড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বিক্রেতাদের জন্য পৃথক স্টল তৈরি করা হবে আন্তর্জাতিক মানের। বহু বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই হাটের অবস্থা ছিল শোচনীয়। প্রায় পাঁচ বছর আগে ঝড়ে একটি শেড ভেঙে পড়ার পর থেকেই ব্যবসা কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ফলে বহু পুরনো বিক্রেতা হাট ছেড়ে যেতে বাধ্য হন, বাকিরা রাস্তার পাশে দোকান সাজিয়ে দিন গুজরান করছিলেন। বর্ষার সময়ে পরিস্থিতি আরও খারাপ হতো। অবশেষে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার।

আরও পড়ুন-মূর্তি নদীর ধারে হাতির হামলায় মৃত্যু

কৃষিজ বিপণন দফতরের উদ্যোগে শুরু হয়েছে চামুর্চি হাট পুনর্গঠনের কাজ। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানিয়েছেন, এই পদক্ষেপে হাটে প্রাণ ফিরে আসবে, আবার জমে উঠবে পুরনো রমরমা ব্যবসা-বাণিজ্য। স্থানীয় বাসিন্দা চন্দ্র বিশ্বকর্মা বলেন, “হাটে শেড তৈরি হলে ফের ব্যবসায়ীরা ফিরবেন, হাটে আবারও মানুষের ভিড় বাড়বে। ফিরবে আমাদের পুরনো ঐতিহ্য।” অন্যদিকে, সীতারাম ঠাকুরের বক্তব্য, “ভুটান সীমান্ত ঘেষা এই প্রাচীন হাট ধীরে ধীরে আন্তর্জাতিক মানের হয়ে উঠুক এটাই আমাদের আশা।” চামুর্চি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা এলাকার জনপ্রিয় তৃণমূল নেতা সন্দীপ ছেত্রী বলেন, “রাজ্য সরকারের উদ্যোগে এই কাজ শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। হাটের জমি দীর্ঘদিন দখল হয়ে ছিল, আমরা সেই জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছি। জমি ফেরত পেলে হাটের আয়তন ও বাণিজ্য দুটোই বাড়বে।” একসময় ভুটানের সামসি জেলা থেকে মানুষ কেনাকাটা করতে আসতেন এই চামুর্চি হাটে। ব্রিটিশ আমলে এই হাট থেকেই ভুটানের কমলালেবু রফতানি হতো ভারত-সহ অন্যান্য দেশে। আজ সেই ঐতিহ্যকে নতুন প্রাণ দিতে এগিয়ে এসেছে রাজ্য সরকার স্থানীয়দের আশা, এবার আবার পুরনো দিন ফিরবে চামুর্চি হাটে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

23 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

47 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

51 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

59 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago