মঙ্গলবার হিজাব-বিতর্ক খতিয়ে দেখতে রাজ্য সংখ্যালঘু কমিশনের ফুল বেঞ্চ পৌঁছবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। দুপুর ১২টার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এই ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযুক্ত ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী হালদার নিজের বক্তব্য জানিয়ে একটি রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।
আরও পড়ুন-রক্তাক্ত রাতের বাণিজ্যনগরী! বাস ব্যাক করতে গিয়ে চাপা পড়ে মৃত ৪ পথচারী, আহত একাধিক
প্রসঙ্গত, গত সোমবার বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পরীক্ষার সময় দুই ছাত্রীকে হিজাব খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ করা হয়। এই নিয়ে উত্তাল হয় সমাবর্তনের মঞ্চ। পড়ুয়াদের একাংশের প্রতিবাদ শুরু হয়। তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে যেটাতে আছেন বিশ্ববিদ্যালয়ের এসটি, এসসি সেলের চেয়ারপার্সন অধ্যাপক সুবর্ণ কুমারের দাস, একটি স্কুলের প্রধান শিক্ষক তথা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে রাজ্যপালের প্রতিনিধি কাজি মাসুম আখতার।
আরও পড়ুন-বছরের শেষ রাতে অতিরিক্ত মেট্রো পরিষেবা
কমিটির প্রধান সৈয়দ তানভির নাসরিন এই বিষয়ে জানিয়েছেন, মঙ্গলবার সংখ্যালঘু কমিশনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। তদন্ত কমিটির কাজ দ্রুত শুরু হবে। বিভাগীয় প্রধান শাশ্বতী হালদার রিপোর্টে জানিয়েছেন চেকিং সব ছাত্রছাত্রীর জন্য হয়েছে। এমনকী হিজাব খোলার বা সরানোর জন্য ওই দুই ছাত্রীর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। চেকিংয়ের সময়ে দু’জন অন্য পড়ুয়ার থেকে টোকাটুকির সরঞ্জাম পাওয়া যায় বলেও জানান তিনি।

