বকেয়া ডিএ : স্পষ্ট ব্যাখ্যা চেয়ে কোর্টে রাজ্য

Must read

প্রতিবেদন : সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য। বকেয়া মেটানো নিয়ে দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছে, তার কয়েকটি ক্ষেত্রে কিছু অস্পষ্টতা রয়েছে। তা দূর করে নির্দেশের বিস্তারিত ব্যাখ্যা চেয়ে রাজ্যের তরফে আবেদন করা হয়েছে। এই আবেদনের পাশাপাশি শীর্ষ আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময়সীমার মধ্যেই বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়াও চলছে।  সেই আবেদনও সুপ্রিম কোর্টে (Supreme Court) জমা পড়েছে। তবে এখন আদালতে গরমের ছুটি চলছে। ছুটি শেষ হলে সুপ্রিম কোর্টে এই আবেদনের শুনানি হবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- NCERT পাঠ্যক্রমে উপেক্ষিত নেতাজি

Latest article