রাজ্য সঙ্গীতে মূল কথাই অক্ষুণ্ণ রাখতে হবে, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নের

নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সমস্ত সরকারি অনুষ্ঠান এবং কর্মসূচি শুরু করার আগে সবসময় ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হয়।

Must read

প্রতিবেদন : রাজ্য সঙ্গীতের কথা বদল নিয়ে উদ্ভূত বিতর্ক নিরসনে পদক্ষেপ করল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এক নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছেন, রাজ্য সঙ্গীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বাংলার মাটি, বাংলার জল’ গানের মূল কথা অক্ষুণ্ণ রেখেই গাইতে হবে। রাজ্য সঙ্গীত সম্পূর্ণ করার জন্য এক মিনিট সময় বেঁধে দিয়ে মুখ্যসচিবের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাজ্য সঙ্গীত হিসাবে গাওয়া হবে, ‘বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল— পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন— এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।

আরও পড়ুন-হাওড়ায় ‘বিবেক দুয়ার’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এ-ও বলা হয়েছে যে, রাজ্য সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ালে ভাল। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের সমস্ত সরকারি অনুষ্ঠান এবং কর্মসূচি শুরু করার আগে সবসময় ‘রাজ্য সঙ্গীত’ গাইতে হয়। রাজ্য সরকার ২০২৩ সালে এই বিষয়ে বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। একই সঙ্গে, পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই গানে বাঙালির বদলে বাংলা শব্দটি ব্যবহার করায় রাজ্য সঙ্গীত নিয়ে বিতর্ক তৈরি হয়। এবার সেই বিতর্ক নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

Latest article