ডাবল ইঞ্জিন রাজ্যে অমানবিকতার নজির স্বাস্থ্যকেন্দ্রে, ছিঃ! মৃত স্বামীর রক্ত মুছলেন অন্তঃসত্ত্বা স্ত্রী

সদ্য স্বামীহারা অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়েই স্বামীর রক্ত মোছাল সে-রাজ্যের হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : অমানবিকতার সমস্ত রকম সীমা অতিক্রম করে গেছে ডবল ইঞ্জিনের সরকার। আচ্ছে দিনের নামে নিজেদের বিকৃত মানসিকতার পরিচয় ক্রমে প্রকাশ্যে আনছে বিজেপি শাসিত রাজ্যগুলি। সম্প্রতি মধ্যপ্রদেশে (MadhyaPradesh)এমন এক ঘটনা প্রকাশ্যে এসছে যাতে সে রাজ্যের সরকারের কঙ্কালসার চেহারা আরও একবার প্রকাশ হয়েছে সকলের সামনে। সদ্য স্বামীহারা অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিয়েই স্বামীর রক্ত মোছাল সে-রাজ্যের হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন-শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যপ্রদেশের আদিবাসী-অধ্যুষিত ডিন্ডোরি জেলার লালপুর গ্রামে একই পরিবারের চারজনকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত বাবা ও ছেলে শিবরাজ ও রামরাজকে গাড়াসরই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাবা শিবরাজের। তাঁর স্ত্রী রোশনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ তাঁকে দিয়েই শিবরাজের রক্তমাখা শয্যা পরিষ্কার করানো হয়। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলেই। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করে বলে, ৫ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে দিয়ে তাঁরই মৃত স্বামীর রক্ত পরিষ্কার করাচ্ছে মধ্যপ্রদেশের স্বাস্থ্যকেন্দ্র। অমানবিকতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে ডবল ইঞ্জিন সরকার। নারী সম্মানের নামে নারী অপমানের যে নজির দেখাচ্ছে বিজেপির ‘আচ্ছে দিন’, তাতে ভারতবাসী হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমাদের।

Latest article