প্রতিবেদন : জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর।
আরও পড়ুন-হাসপাতালের নিরাপত্তা পরিদর্শনে জেলাশাসক
জুনিয়র ডাক্তারদের একাংশ আন্দোলনে অনড় থাকার কারণে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে প্রতিদিন। এই আবহে বিভিন্ন সরকারি হাসপাতালে রোগী ভর্তিতে সাহায্য করতে এবং দ্রুত রোগীর ভর্তি নিশ্চিত করতে সরকার উদ্যোগী গ্রহণ করা হল। এই বুথগুলি থেকে সুবিধাও পাওয়া যাবে অ্যাম্বুল্যান্সের। যাতে রোগীদের হয়রানি কমে, সে জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এই শিবির থেকে। সরকারের স্বাস্থ্য বিষয়ক এই সহায়তা বুথ করা হচ্ছে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতুর টোল প্লাজ়া, কামালগাজি মোড়ে ট্যাক্সি স্ট্যান্ডে, তারাতলা মোড়ে, রাজারহাটে মঙ্গলদীপ আন্ডারপাস, জোকা ট্রাম ডিপো ও গড়িয়ায়।
আরও পড়ুন-পাঁচমুড়ার টেরাকোটায় সাজবে ভিনরাজ্যের মণ্ডপ
গত ৯ অগাস্ট আরজি কর হাসপাতাল ডাক্তারি পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তারপর থেকেই বিগত এক মাসেরও বেশি সময় ধরে ন্যায়বিচার ও উপযুক্ত নিরাপত্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের কর্মবিরতির জেরে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। রাজ্য সরকারের তরফে বার বার তাঁদের কাজে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু এখনও তাঁরা অনড়। এই অবস্থায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খুলে পরিষেবা জারি রাখার উদ্যোগ নিল রাজ্য সরকার।