চাকরি না দিয়েই খোলামুখ খনির মাটি কাটছে রাষ্ট্রায়ত্ত ইসিএল, বিক্ষোভ চলাকালীন অসুস্থ ২ জমিদাতা

নিয়োগপত্রের দাবিতে ৩ এপ্রিল থেকে খোট্টাডিহি খনির মুখ্য কার্যালয়ের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন ওই ১২ চাকরিপ্রার্থী।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বৃহস্পতিবার সকালে ইসিএলে জমির বিনিময়ে চাকরির দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়লেন দুই মহিলা আন্দোলনকারী। সংস্থার এরিয়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি খোলামুখ খনির জন্য ইসিএল বিলপাহাড়ি মৌজার ২৪ একর জমি অধিগ্রহণ করে। অধিকৃত জমির ৮০ ভাগের মাটি কেটে নেওয়া হয়েছে, বাকি ২০ শতাংশ জমিতে চলছে মাটি কাটার কাজ। কিন্তু সংস্থার নিয়ম অনুযায়ী জমিদাতাদের এখনও চাকরিতে নিয়োগ করা হয়নি।

আরও পড়ুন-ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ মহিলাদেরও

চাকরিপ্রার্থী ১২ জনের অভিযোগ, চাকরির নিয়োগপত্র না দিয়েই সংস্থা তাঁদের জমিতে কয়লাখননের কাজ শুরু করে দিয়েছে। নিয়োগপত্রের দাবিতে ৩ এপ্রিল থেকে খোট্টাডিহি খনির মুখ্য কার্যালয়ের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন ওই ১২ চাকরিপ্রার্থী। বৃহস্পতিবার অবস্থান চলাকালীনই তাঁদের মধ্যে দুজন অন্তরা চক্রবর্তী ও ঝর্না ঘোষ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বেলা ১০টা নাগাদ অবস্থান মঞ্চে আসেন সংস্থার পাণ্ডবেশ্বর এরিয়া হাসপাতালের চিকিৎসকেরা। অসুস্থ দুজনকে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় এরিয়া হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানান আন্দোলনকারীদের পক্ষে উজ্জ্বল পাল। তিনি বলেন, ‘যতক্ষণ না নিয়োগপত্র দেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হচ্ছে বলে জানান খনির এক আধিকারিক। কিন্তু চাকরি দেওয়ার নাম করে কেন্দ্রীয় সংস্থার আগেই জমি নিয়ে তাকে কাজে লাগানো শুরুর বিরোধিতায় নেমেছেন ভুক্তভোগী জমিদাতারা। চাকরির দাবি থেকে একচুলও নড়বেন না তাঁরা।

Latest article