রাজ্য পুলিশের তৎপরতায় দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ‘গণধর্ষণে’ গ্রেফতার ৩ অভিযুক্ত

দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ জন অভিযুক্ত।

Must read

দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ জন অভিযুক্ত। মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে অভিযুক্তদের গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। মেডিক্যাল কলেজে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই পুলিশ ৫ জনকে চিহ্নিত করেছে। তাদের সকলেরই ছবি পুলিশের হাতে এসেছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন যদিও এখনও পলাতক। তল্লাশি চলছে। গতকাল ছাত্রীর সহপাঠীকে আটক করেছিল পুলিশ। নির্যাতিতার বাবাও তাঁর দিকে আঙ্গুল তুলেছিলেন। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি।

আরও পড়ুন-রাজ্য জুড়ে কর্মসূচিতে ছাব্বিশে বিজয়ের শপথ তৃণমূলের, সাতদিনে ১৩৫ ব্লকে বিজয়া সম্মিলনী, আজ আরও ১০০

শনিবার রাতে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার বাবার সঙ্গে ও সহপাঠীর সঙ্গে কথা বলেছেন। ঘটনার দিন নির্যাতিতা এই সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল। তিনজন এসে হঠাৎ তাদের ফোন কেড়ে নেয়। এরপরে বাকি দুজন আসে ও কী হয়েছে জানতে চাইলে নির্যাতিতা জানান যে তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। যে দুইজন এসেছিলেন পরে, তাদের মোবাইল থেকেই নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন। ওই ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ ব্রেক-থ্রু পেয়েছে বলে খবর। খুঁজে বের করা হয় ওই নম্বরটি কার,কে ব্যবহার করেছিল। তাঁকে প্রথম জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর থেকেই বাকিদের পরিচয় জানতে পারে পুলিশ।

প্রসঙ্গত, দুর্গাপুরের ধর্ষণকাণ্ডে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে শুক্রবার রাতে প্রায় দেড় ঘণ্টা ক্যাম্পাসের বাইরে ছিলেন ওই ডাক্তারি পড়ুয়া। প্রথমে একজনের সঙ্গে বেরিয়ে মাঝে ফিরে এলেও রাতের দিকে আবার বাইরে যান। এই ঘটনার চল্লিশ মিনিট পর এক সহপাঠীর সঙ্গে আবার ফিরে আসেন।

Latest article