রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক যোগ নেই। মঙ্গলবার, সংবাদ বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Police DG Manoj Malviya)। তিনি জানান, সোমবার তৃণমূল (Trinamool Congress) নেতা ভাদু শেখের মৃত্যুর এক ঘণ্টার মধ্যেই সাত আটটি বাড়িতে আগুন (Fire) লাগানো হয়। ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন – বীরভূমের অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনার তদন্তে সিট গঠন মুখ্যমন্ত্রীর
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়ে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য (Manoj Malviya) বলেন, ঘটনায় রাজনীতির যোগ খুঁজে পাওয়া যায়নি। ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ডিজি জানান, এই ঘটনায় একই বাড়ির সাতজনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনার পরে স্থানীয়েরা উত্তেজিত হয়ে উঠে বাড়িতে আগুন দিলেন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখার জন্য সিট তৈরি করা হয়েছে বলে জানান মনোজ। রামপুরহাট কাণ্ডে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য পুলিশের তিনি।