নয়া সিসি ক্যামেরা বসাচ্ছে রাজ্য পুলিশ, বাড়ছে স্টোরেজ ও নাইট ভিশন সুবিধা

Must read

রাজ্য পুলিশের (West Bengal Police) থানায় বসানো সিসি ক্যামেরার কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন থেকেই সমস্যা দেখা দিয়েছে। স্টোরেজের সীমিত ক্ষমতা, নাইট ভিশনের অভাব এবং সংখ্যার কম থাকার কারণে পুরো থানার ছবি পাওয়া সম্ভব হচ্ছিল না। ফলে গুরুত্বপূর্ণ মামলায় আদালতে ভিডিও জমা দিতে গিয়ে পুলিশকে (West Bengal Police) সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

প্রাথমিক পর্যায়ে ছয়টি কমিশনারেটের ৫০টি থানায় নতুন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি থানায় ২০টি উন্নতমানের ক্যামেরা বসানো হবে। নতুন ক্যামেরাগুলিতে নাইট ভিশন, স্পষ্ট অডিও এবং ৩৬৫ দিনের স্টোরেজ ক্যাপাসিটি থাকবে।

আরও পড়ুন- কেন্দ্রের ভুল রিপোর্টেই আলিপুর চিড়িয়াখানার প্রাণী ‘গায়েব’!

বর্তমানে প্রতিটি থানায় গড়ে ছয়টি ক্যামেরা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি থানায় কুড়িটি ক্যামেরা থাকা প্রয়োজন। রাজ্যের সমস্ত থানায় নতুন ক্যামেরা বসাতে খরচ পড়বে একশো কোটির বেশি। প্রাথমিকভাবে কলকাতা সংলগ্ন কমিশনারেটগুলো বাছাই করা হয়েছে।

এই প্রকল্পের জন্য খরচ ধরা হয়েছে সাত কোটি টাকা। কেন্দ্রীয় বরাদ্দ রয়েছে পাঁচ কোটি টাকা, বাকি রাজ্যের শেয়ার। নতুন ক্যামেরা বসানোর কাজ আগামী মাস থেকে শুরু হবে। প্রথম পর্যায়ে ৫০টি থানার কাজ শেষ হলে বাকি কমিশনারেট এবং জেলা থানাগুলিতে কাজ সম্প্রসারিত হবে। নিরাপত্তা ও তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে এবং আদালতে ভিডিও প্রমাণ দিতে সমস্যা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Latest article