”রাজ্য পুলিশকে নির্ভয়ে কাজ করতে হবে” প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

''সকলে সুষ্ঠভাবে কাজ করুন'', কোচবিহার প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

Must read

”সকলে সুষ্ঠভাবে কাজ করুন”, কোচবিহার প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিচার করেই এদিন মঞ্চ থেকে বলেন, ”জানি সবাই ইলেক্শনের কাজে ব্যস্ত আছেন তবু তার মধ্যেই সময় বের করে সবদিক দেখে রাখতে হবে। নতুন ডিএম এসপি এসেছে আমি তাদের বলবো ছিটমহল থেকে শুরু করে যত বর্ডার আছে দেখে নেবে ভাল করে। আইসিদের বলবো আমরা ছোটবেলায় দেখতাম পুলিশের ভ্যান টহল দিচ্ছে এলাকা জুড়ে। এখন বন্ধ হয়ে গিয়েছে সেটা। টহলটা দিন। আমি বলবোনা ২৪ ঘন্টা জেগে থাকুন। সেটা ক্রাইসিস এর সময় হয় কিন্তু নিজেদের মধ্যে ঠিক করে ব্যবস্থা করুন।”

আরও পড়ুন-কোচবিহারের বৈঠক থেকে SIR নিয়ে কমিশনের পক্ষপাতিত্বকে তোপ মুখ্যমন্ত্রীর

আগামী কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ”প্রশাসনিক কাজ গুলো ঠিক মত করতে হবে। মানুষ বিপদে পড়লে আইসির কাছে যায়। যাকে কাছে পায় তার কাছে যায়। যাতে মানুষের কোন অসুবিধা না হয় সেটা দেখতে হবে। এখন শীতকাল, সামনে অনেক মেলা আছে। সেগুলো যেন ঠিকঠাক হয় সেই দিকে নজর রাখবেন। সামনে বড়দিন, গঙ্গাসাগর আছে, সবই লক্ষ্য রাখতে হবে। সবাই মিলে ভালো করে কাজ করুন।”

আরও পড়ুন-কলকাতার পুরনো মার্কেটগুলোতে বসছে সিসমিক বার

তিনি আরও বলেন, “ভারতীয় বাসিন্দাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের পুলিশকে বলব এত ভয় পাবেন না। একটু সক্রিয় হন। নাকা তল্লাশিতে জোর দিতে হবে। আমরা চাই মানুষ নিজের সম্মান-মর্যাদা নিয়ে বাঁচুক। অসমের অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো। পুলিশকে বলা থাকল, অন্য রাজ্যের লোক এসে যাতে আমার রাজ্যের লোককে গ্রেফতার করে নিয়ে যেতে না পারে। কোনও অপরাধীদের গ্রেফতার করতে আসছে, তাহলে রাজ্যের সঙ্গে কথা বলুক। আমরা নিশ্চয়ই অপরাধীদের অ্যালাও করব না। কিন্তু সাধারণ মানুষ আর অপরাধী এক নয়। যে কেউ যে কারও নামে কিছু বলে ফেলল…ক্রিমিনাল বললেই সে ক্রিমিনাল নয়।”

Latest article