সংবাদদাতা, বিষ্ণুপুর : বাঁকুড়া জেলার জঙ্গলমহলের অন্তর্গত বারিকুল থানায় মাওবাদী পোস্টারকাণ্ডে অভিযুক্ত সঞ্জীব মজুমদারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। উত্তর ২৪ পরগনার ঘোলা থেকে গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানায় আনা হয়। এর আগে বীরভূম থেকে টিপু সুলতান ও অর্কদীপের গ্রেফতারের পর সঞ্জীব মজুমদারের এই গ্রেফতারি বাঁকুড়া পুলিশকে এনে দিল বড় সাফল্য। পুলিশের অনুমান, সঞ্জীব মজুমদার একজন সক্রিয় মাওবাদী। তার ডেরা থেকে মাওবাদী পুস্তিকা ও পোস্টার উদ্ধার হয়েছে।
আরও পড়ুন-সিটের তদন্তেই আস্থা
পুলিশের দাবি, মাওবাদী বৈঠকেও সঞ্জীব হাজির থাকত। টিপু সুলতান ও অর্ঘ্যদীপের মতোই পলাতক সঞ্জীবকে শেষ পর্যন্ত পাকড়াও করতে সফল হয় তারা। বুধবার সঞ্জীবকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী সন্দীপ চক্রবর্তী জানান, সঞ্জীব মজুমদারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু হয়েছে। পুলিশের আবেদনে সাড়া দিয়ে সন্দীপকে সাতদিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। হেফাজতে পেয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে মাওবাদীদের গতিবিধি জানার চেষ্টা করছে পুলিশ। তার উপর ভিত্তি করে মাওবাদী দমনে নতুন কৌশল নেওয়ার কথা ভাবছে জেলা পুলিশ।