প্রতিবদেন : উৎসবের মধ্যেই সুখবর। রাজ্যের উদ্যোগে খুলছে হাওড়ার লাডলো জুট মিল। এর ফলে ফের কাজে ফিরবেন প্রায় সাড়ে পাঁচ হাজার শ্রমিক। এই মর্মে ১ নভেম্বর শুক্রবার এবং ২ নভেম্বর শনিবার পর পর দুদিন মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে হয় ত্রিপাক্ষিক বৈঠক। আর তাতেই বেরিয়ে আসে সমাধানসূত্র। মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ৫ নভেম্বর খুলে যাবে মিল। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। ১১ নভেম্বর থেকে শুরু হবে উৎপাদন। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল হাওড়ার লাডলো জুট মিল।
আরও পড়ুন-তরুণীর রহস্যমৃত্যু আটক লিভ-ইন পার্টনার
স্থানীয় কিছু দুষ্কৃতীদের হামলার ঘটনায় মালিকপক্ষ মিল বন্ধ করে দেয়। বন্ধ মিলের শ্রমিকদের মজুরি এবং বোনাস পুজোর ছুটির মধ্যেই স্থানীয় প্রশাসন, শ্রমদফতরের উদ্যোগে মিটিয়ে দেওয়া হয়। কিন্তু নতুন মালিকপক্ষ এবং ইউনিয়নের সঙ্গে একাধিক বৈঠক করার পরেও সমাধান মেলেনি। অবশেষে ১ এবং ২ নভেম্বর ছুটির মধ্যেই শ্রম দফতরে পরপর দুদিন ত্রিপাক্ষিক বৈঠক হয়। ছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়, বিধায়ক বিদেশ বসু, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক এবং জুট শ্রমিক ইউনিয়ন নেতা সোমনাথ শ্যাম, শ্রম দফতরের স্পেশ্যাল শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, হাওড়া ও কলকাতার ডেপুটি শ্রম কমিশনার। ছিলেন লাডলো জুট মিলের মালিকপক্ষ এবং মিলের ৮টি ট্রেড ইউনিয়ন নেতৃত্ব। মিল খোলার খবরে উলুবেড়িয়ার চেঙ্গাইল অঞ্চলে শ্রমিকেরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।