মিড-ডে মিল দেখবে রাজ্য প্রতিনিধিরাও

রাজ্যের প্রাথমিক স্কুলগুলির মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় রাজ্য সরকারের প্রতিনিধিদল যাবে

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রাথমিক স্কুলগুলির মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় রাজ্য সরকারের প্রতিনিধিদল যাবে। সব জেলায় ইতিমধ্যে নির্দেশিকা পাঠিয়েছে বিদ্যালয় শিক্ষা দফতর। তাতে বলা হয়েছে, সোমবার থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রতিনিধিরা বিভিন্ন জেলার মিড-মে মিল কেন্দ্রগুলি পরিদর্শন করবেন। ২০ জানুয়ারি রাজ্যে আসছে এক কেন্দ্রীয় প্রতিনিধিদল।

আরও পড়ুন-বইমেলার প্রস্তুতি শুরু জোরকদমে

মিড-ডে মিলের মান-সহ তাঁরা বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন। যদিও কেন্দ্রীয় দলের সফরের সঙ্গে রাজ্যের প্রতিনিধিদের পরিদর্শনের কোনও সম্পর্ক নেই বলে স্কুলশিক্ষা দফতর জানিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের মান নিয়ে সম্প্রতি বেশ কিছু অভিযোগ উঠেছে। মালদহের এক স্কুলে মিড-ডে মিলে মৃত টিকটিকি ও ইঁদুর পাওয়া যায়। এই ঘটনায় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক-সহ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে।

Latest article