ডাক্তারি ভর্তিতে অসংখ্য ভুয়ো সার্টিফিকেট ধরল রাজ্যই

Must read

প্রতিবেদন : ডাক্তারি ভর্তিতে অসংখ্য ভুয়ো তফসিলি উপজাতি শংসাপত্র (fake certificate) জমা পড়েছে। আর তা ধরেছে রাজ্যের আদিবাসী উন্নয়ন এবং অনগ্রসর কল্যাণ দফতর। মোট ৪৫ জনের বিরুদ্ধে এই অভিযোগ। এই ৪৫ জনের বিরুদ্ধে দফতর চিঠি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। সম্প্রতি সর্বভারতীয় নিট পরীক্ষার পর প্রথম বর্ষে ডাক্তারিতে ভর্তি শুরু হয়েছে। সেখানেই অভিযুক্ত এই ৪৫ জন। প্রথমে রাজ্য শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসনের তরফে আদিবাসী উন্নয়ন দফতরে অভিযোগ জমা পড়ে। সেখানে বলা হয়, যারা শংসাপত্র দিয়েছে তারা আদৌ শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্তই নয়। স্বাস্থ্য দফতর এনিয়ে তদন্ত শুরু করেছে। দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাও স্বাস্থ্য দফতরকে রিপোর্টে জানাতে বলেছে অনগ্রসর কল্যাণ দফতর।

আরও পড়ুন-অসমের ডিটেনশন ক্যাম্পে ৩ শ্রমিক, ওড়িশায় প্রহৃত ১

Latest article