অতি বৃষ্টি আর বন্যা পরিস্থিতির আগাম মোকাবিলা করতে উদ্যোগী হলো রাজ্য সরকার (West Bengal Government)। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য প্রশাসন। বর্ষার আগেই একদিকে বিভিন্ন সেতু মেরামতি করবে রাজ্য। পাশাপাশি বন্যা মোকাবিলার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার নির্দেশও দেওয়া হয়েছে। এই কাজের জন্য যা খরচ হবে তা ওই ১৫০ কোটি টাকা থেকেই হবে। এর জন্য দ্রুত টেন্ডার করতে নির্দিষ্ট ডাইরেক্টরেটগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য।
আরও পড়ুন- টোটাল আনস্টেবল সরকার কেন্দ্রে, জিএসটি-মণিপুর নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী
সেচ দফতর সূত্রে খবর, স্টেট ডেভলপমেন্ট স্কিমের আওতায় এই বরাদ্দ অর্থে চারটি বিষয়ে কাজের ওপর জোর দেওয়া হচ্ছে। প্রথমত, বন্যা মোকাবিলার জন্য বিভিন্ন জিনিসপত্র, যেমন বাঁশ, বালির বস্তা, বালি, অস্থায়ী পাম্প-সহ অন্যান্য জিনিস কিনতে হবে। দ্বিতীয়ত, বন্যা নিয়ন্ত্রণে জন্যে দরকারি স্লুইস গেট, রেগুলেটরস, ইনলেটস-এর মেরামতি ও রক্ষণাবেক্ষণ করতে হবে।
তৃতীয়ত, বাঁধ, নদীর তীর, নিকাশি নালা, সেচ নালার ছোটখাটো মেরামতির কাজ হবে এবং চতুর্থত, পাম্প ও তার যন্ত্রাংশের মেরামতি করতে হবে। সাতটি ডাইরেক্টরেট এই কাজের দায়িত্বে থাকছে।