রাজ্যে আরও সুফল বাংলা স্টল

বৃহস্পতিবার খাদ্য ভবনে দফতরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের শেষে একথা জানান কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না।

Must read

সংবাদদাতা, হাওড়া : রাজ্যে সুফল বাংলা স্টলের সংখ্যা আরও বাড়ছে। সেই সঙ্গে দ্রুত শেষ হচ্ছে সমস্ত কিসান মান্ডির কাজ। এক্ষেত্রে কৃষকদের আরও বেশি করে শামিল করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার খাদ্য ভবনে দফতরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠকের শেষে একথা জানান কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। এদিনের বৈঠকে কৃষি বিপণন দফতরের প্রধান সচিব এ সুবাইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-পাঁচলার নিহতদের পরিবারকে ২ লাখ

বৈঠকে দফতরের কাজ আরও দ্রুততার সঙ্গে করার ওপর জোর দেন মন্ত্রী বেচারাম মান্না। তিনি জানান, এরজন্য প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে। ওই নোডাল অফিসার ১৫ দিন জেলার রিপোর্ট মন্ত্রীর কাছে পেশ করবেন। কোথায় কী কী কাজ বকেয়া আছে তা খতিয়ে দেখে সেগুলি দ্রুত শেষ করা হবে। সমস্ত কৃষক মান্ডির কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে শেষ করা হবে। সেখানে কৃষকদের আরও বেশি করে শামিল করা হবে। বিভিন্ন সবজি যথাযথ সংরক্ষণের জন্য পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে রাজ্যের সর্বত্র সুফল বাংলার স্টল আরও বাড়ানো হবে। এরজন্য প্রয়োজনীয় নেওয়া হচ্ছে বলে মন্ত্রী এদিন জানান।

Latest article