১৯ হাজার কর্মীকে ৬,৮০০ টাকা করে বোনাস রাজ্যের

রাজ্য প্রশাসনের মতে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আসল ভরসা এই কর্মীরা। রাজ্যের ১০ হাজারের বেশি সুস্বাস্থ্যকেন্দ্র তাঁরাই পরিচালনা করে।

Must read

প্রতিবেদন : রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের। উৎসবের মুখে ১৯ হাজার ৪০০-র বেশি কর্মীকে দেওয়া হবে ৬,৮০০ টাকা করে বোনাস। এই খাতে রাজ্যের খরচ হবে ১৩ কোটি টাকারও বেশি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কেন্দ্রীয় সরকার এই খাতে হাত গুটিয়ে নেওয়ায় ভাতা দেওয়ার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন-মহারাষ্ট্রে বহুতল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২০

রাজ্য প্রশাসনের মতে, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার আসল ভরসা এই কর্মীরা। রাজ্যের ১০ হাজারের বেশি সুস্বাস্থ্যকেন্দ্র তাঁরাই পরিচালনা করে। উপ স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র—সব জায়গাতেই মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, সুগার-প্রেশার মাপা, ডেঙ্গু দমন ও মশাবাহিত রোগ প্রতিরোধে বাড়ি বাড়ি অভিযান, সব দায়িত্বই সামলান এঁরা। এছাড়াও, বড় হাসপাতালে অনলাইনে ডাক্তার দেখানো, স্বাস্থ্য ইঙ্গিত-সহ কেন্দ্র ও রাজ্যের একাধিক স্বাস্থ্য প্রকল্পের পরিষেবা পৌঁছে দেওয়া, সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। উৎসবের দোরগোড়ায় তাই মানবিক মুখ দেখিয়ে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের পাশে দাঁড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Latest article