প্রতিবেদন : নিম্নচাপ আর মৌসুমী অক্ষরেখার যুগলবন্দিতে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। তার উপর নতুন করে ডিভিসি জল ছাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিকে আগাম সতর্ক করে দিল রাজ্য। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার পরিমাণ বাড়ানো যাবে না। অতিবৃষ্টির জেরে ডিভিসির জলে যাতে ফের জলমগ্ন না হয়ে পড়ে দক্ষিণবঙ্গের জেলা, তা নিয়ে বিশেষ সতর্কতা নিয়েছে রাজ্য।
মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে ৪৬ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। মাইথন ও পাঞ্চেত থেকেও ছাড়া হচ্ছে আরও ৪০ হাজার কিউসেক জল। ডিভিসি সূত্রে খবর, সোমবার পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হচ্ছিল ৪০ হাজার কিউসেক। কিন্তু উচ্চ দামোদর অববাহিকায় অতিবৃষ্টির জেরে জলের চাপ বেড়ে যাওয়ায় সেই পরিমাণ মঙ্গলবার সকাল থেকে বেড়ে হয়েছে ৪৬ হাজার কিউসেক।
আরও পড়ুন-সপ্তাহ জুড়ে চলবে বর্ষণ
বর্ষায় অতিবৃষ্টির সময়ে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে জলমগ্ন করে তোলে। বাড়ি-ঘর, চাষবাসের ক্ষতি হয়। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জলমগ্ন হয়েছে ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার ফলে। এবারও সেই আশঙ্কা তৈরি হওয়ায়, রাজ্য আগাম সতর্কবার্তা দিয়ে রাখল ডিভিসিকে। জলপথে বিপদের আশঙ্কা মাথায় রেখেই হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুরে বাড়ানো হয়েছে নজরদারি। নীচু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনের তরফে।