প্রতিবেদন : করোনাভাইরাসের (Coronavirus) নতুন প্রজাতি ওমিক্রনকে (Omicron) মোটেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। সংক্রমণ বাড়লে ফের কঠোর বিধিনিষেধ চালু করার পথে হাঁটতে পিছপা হবে না রাজ্য সরকার (West Bengal Government)। সোমবার গঙ্গাসাগর (Gangasagar) সংক্রান্ত বৈঠক চলাকালীন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে ওমিক্রন নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। বিশেষ করে বিদেশ থেকে যাঁরা আসছেন তাঁদের থেকেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন (Omicron) ছড়াতে পারে। সঙ্গে নানা মেলা ও উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্য (West Bengal)। সেই কারণেই গত দু’দিনে রাজ্যে বেড়েছে করোনার পজিটিভিটি রেট। আবার সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাতে ফিরে না আসে তাই আগেভাগেই শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-আগামী বছর ক্রিসমাস কার্নিভালে যোগ হবে বো বারাকও: ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্নে (Nabanna) সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। তাই সেই ঝড় ঠেকাতে আগামী দিনে হয়তো কঠোর বিধিনিষেধ লাগু করতে হতে পারে। তবে এখনই কিছু করা হবে না। বাইরে থেকে এ রাজ্যে ওমিক্রন নিয়ে ঢুকছে তাই করোনা বিধি আলগা করা যাবে না। প্রয়োজন হলে আগের মতো ফের কড়া বিধিনিষেধ লাগু হতে পারে।’’ রাজ্যে আপাতত চারজন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। জারি রয়েছে নৈশ কারফিউ। এদিনই কেন্দ্রের তরফে রাজ্যে একাধিক নির্দেশ এসেছে ওমিক্রন নিয়েই। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary Harikrishna Diwedi) দফায় দফায় জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। একগুচ্ছ নির্দেশ দিয়ে মুখ্যসচিব বলেছেন, প্রতি জেলায় কোভিডের টেস্ট ও কনট্র্যাক ট্রেসিং বাড়াতে হবে। মাস্ক (Mask) ব্যবহার বাধ্যতামূলক। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় যা যা নিয়ম মানা হয়েছিল, সেগুলি বলবৎ করতে হবে। এছাড়াও প্রতি হাসপাতালে করোনার চিকিৎসার জন্য শয্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে করোনার সংক্রমণের গ্রাফ বাড়ছে তাতে আগামী ২৫-৩০ দিনের মধ্যে সেই গ্রাফ আরও বাড়তে পারে। তাই কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন মমতা।