সংবাদদাতা, নদিয়া : নবদ্বীপ থেকে ভাগীরথী পেরিয়ে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র মায়াপুর যাওয়ার জন্য নতুন জলপথ খুলে যাচ্ছে খুব শিগগিরই। কাজ অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যে নবদ্বীপে তৈরি হয়ে গিয়েছে জেটি। মায়াপুরের নিদয়া ঘাটের উল্টোপারের জেটি তৈরির কাজও শেষের পথে। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়া এবং মায়াপুর থেকে নবদ্বীপ আসার যে মূল জলপথ আছে, সেখানে নৌকো এবং লঞ্চের চাপ অত্যন্ত বেশি। ফলে বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা।
আরও পড়ুন-১০৫ মহিলাকে আর্থিক সহায়তা রাজ্যের
প্রশাসন চেয়েছিল সেই হুলোর ঘাটে ভিড় কমাতে পুণ্যার্থী ও পর্যটকরা যাতে মায়াপুর বা নবদ্বীপের প্রাচীন মায়াপুর জন্মস্থানঘাট হয়ে যাতায়াত করতে পারেন তার ব্যবস্থা করতে। এই নতুন জলপথ চালু হলে যাতায়াতে সময় যেমন কম লাগবে, খরচও কম হবে। অন্য দিকে নবদ্বীপ শহরের যানজট কিছুটা এড়ানো যাবে। রাজ্যের জলপথ পরিবহণ দফতর প্রায় দু’বছর আগে নবদ্বীপের প্রাচীন মায়াপুর জন্মস্থানঘাটের জেটি শেষ করেছে। জানা গিয়েছে, ২ কোটি ৯৩ লক্ষ টাকায় নিদয়া ঘাটে জেটি তৈরি প্রায় শেষ। চার মাস আগে জেটির কাজ শুরু হয়ে ৩০ নভেম্বরে শেষও হয়। এখন শুধু রাস্তার কাজ বাকি। সেটি হলেই চালু হয়ে যাবে নতুন এই জলপথ। টোটোচালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের বিক্রিবাটা বাড়বে। নিদয়া মাহিষ্যপাড়ার বাসিন্দা নয়ন বিবি বলেন, নবদ্বীপের বিভিন্ন স্কুলে আমাদের গ্রামের বাচ্চারা পড়ে। প্রতিদিন বাঁশের মাচা দিয়ে নদী পেরোতে হয়। জেটি হওয়ায় নিরাপদে নৌকোয় পারাপার করা যাবে। এখানকার আর্থসামাজিক অবস্থারও উন্নতি ঘটবে। মায়াপুর-বামনপুকুর ২ পঞ্চায়েত প্রধান মৈত্রেয়ী ঘোষ বলেন, নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহার চেষ্টায় এই জেটি হয়েছে। বিমানকৃষ্ণ সাহা বলেন, নবদ্বীপের পর নিদয়া ঘাটে জেটির দরকার ছিল। সেটিও তৈরি হয়ে নতুন জলপথ খুলতে চলেছে।