অধিগ্রহণ নয়, সম্মতির ভিত্তিতে জমি নেবে রাজ্য, বার্তা দেউচা-পাঁচামির বৈঠকে

দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণের কোনও বিষয়ই নেই। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে জমি কিনে নেওয়ার পরিকল্পনা করেছে।

Must read

প্রতিবেদন : দেউচা-পাঁচামিতে জমি অধিগ্রহণের কোনও বিষয়ই নেই। রাজ্য সরকার সম্মতির ভিত্তিতে জমি কিনে নেওয়ার পরিকল্পনা করেছে। সে জন্য ঘোষণা করেছে ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ। শনিবার বেলেঘাটায় বিদ্যুৎভবনের বৈঠক থেকে স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুন-পানীয় জল সমস্যার সমাধান মধ্য-হাওড়া ও শিবপুরে, উত্তরে চালু হবে দু-একদিনেই

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেউচা-পাঁচামির কাজ। তবে এই নিয়ে বেশ কিছু ভুল ধারণা ছড়ানো হচ্ছিল। যার ফলে বিভ্রান্ত হচ্ছিলেন স্থানীয়রা। এদিন দীর্ঘ বৈঠক করে এলাকার মানুষের সেই সমস্ত ভ্রান্ত ধারণার নিষ্পত্তি করেন প্রশাসনিক কর্তারা। শনিবার দেউচা-পাঁচামি নিয়ে বৈঠক উপস্থিত ছিলেন আইএএস পি বি সেলিম, বীরভূমের এসপি, ডিএম। এছাড়াও ছিলেন দেউচা-পাঁচামির জমিদাতারা। এদিন আইএএস দ্ব্যর্থহীন ভাষায় পি বি সেলিম বলেন, দেউচায় জমি অধিগ্রহণের কোনও বিষয় নেই। রাজ্য সরকার একটা ‘ল্যান্ড পার্চেস’ প্যাকেজ ঘোষণা করেছে। যারা লিখিতভাবে সম্মতি দেবে তাদের কাছ থেকে জমি নেওয়া হবে। ওপেন কাস্ট কোল মাইনিংয়ের কোনও পরিকল্পনা নেই। আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে। যেহেতু আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং হবে, উচ্ছেদের কোনও প্রশ্ন নেই। এছাড়াও ওখানে গাছকাটার কথা উঠেছিল। তিনি জানান, কোনও গাছ ওই এলাকায় কাটা হবে না। এদিকে এদিন মূল কমিটির আওতাধীন আরও একটি নজরদারি কমিটি তৈরি করা হয়েছে। প্রত্যেক মাসে দু’বার করে এই কমিটি বৈঠক করবে দেউচা-পাঁচামির কয়লা শিল্পের অগ্রগতি নিয়ে। ওই এলাকায় কয়লা শিল্প খনন করতে গিয়ে যাতে এলাকার মানুষেরই কর্মসংস্থান হয়, সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্যই এই কমিটি।

Latest article