সংসদে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর, তদন্তে তিন বাহিনীর বিশেষজ্ঞ

সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সংসদের দুই কক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Must read

নয়াদিল্লি : দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সংসদের দুই কক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় প্রতিরক্ষামন্ত্রী জানালেন, চপার দুর্ঘটনায় নিহত হয়েছেন সস্ত্রীক সিডিএস রাওয়াত সহ আরও ১১ জন সেনা। একজন সেনা অফিসার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন-বাঁধের সুরক্ষা, সংসদে প্রশ্ন

কী পরিস্থিতিতে দুর্ঘটনা, তদন্ত শুরু হয়েছে। তিন বাহিনীর বিশেষজ্ঞরা থাকবেন এই তদন্ত কমিটিতে। রাজনাথ ঘোষণা করেন, সেনাবাহিনীর তরফে তামিলনাড়ু থেকে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জনের মৃতদেহ বায়ুসেনার বিমানে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিশ্রুতি দেন, দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচন করা হবে।
লোকসভার স্পিকার ওম বিড়লাও এই ঘটনায় শোকজ্ঞাপন করেন।

আরও পড়ুন-শোকপ্রকাশে বাধা, সরব তৃণমূল

সংসদের দুই কক্ষেই দু’মিনিট নীরবতা পালন করা হয়। তামিলনাড়ু-কর্নাটক সীমান্তে কুন্নুর চা বাগানে এমআই-১৭ ভি ফাইভ চপার দুর্ঘটনা নিয়ে সংসদের দুই কক্ষেই রাজনাথ সিং বলেন, চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছে

আরও পড়ুন-রাজ্যপালকে পাল্টা আক্রমণে তৃণমূল

দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। তিনি এখন লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের শ্রদ্ধা জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বাহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।

আরও পড়ুন-রাজ্যপালকে পাল্টা আক্রমণে তৃণমূল

এদিকে প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে দুর্ঘটনাগ্রস্ত চপারের ব্ল্যাক বক্স। আশা করা হচ্ছে, এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা সম্ভব হবে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত চপারটির সঙ্গে ১২.০৮ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ১২.১৫ মিনিটে চপারটির পৌঁছনোর কথা ছিল গন্তব্যস্থলে । অর্থাৎ ভূমিতে ল্যান্ড করার মাত্র ৭ মিনিট আগে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় প্রয়াত বিপিন রাওয়াতের শেষকৃত্য হওয়ার কথা। তার আগে শ্রদ্ধা জানানোর জন্য সস্ত্রীক তাঁর মৃতদেহ রাখা থাকবে দিল্লির বাড়িতে। শুক্রবার বেলা এগারোটা থেকে দুটো পর্যন্ত সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে পারবেন জেনারেল রাওয়াতকে।

এদিকে বৃহস্পতিবার সকালেই জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এছাড়া ভারতীয় বায়ুসেনা প্রধান মার্শাল ভি আর চৌধুরী যান কুন্নুরের ঘটনাস্থলে। জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও।

Latest article