প্রতিবেদন : ক্ষুদ্রশিল্পের প্রসারের লক্ষ্যে রাজ্যের প্রতিটি গ্রামীণ এবং ব্লক স্তরে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্পাসের মাধ্যমে উদ্যোগপতিদের একগুচ্ছ পরিষেবা দিচ্ছে রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতর। রাজ্য জুড়ে ২ থেকে শুরু হওয়া এই সব শিবির চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি ব্লক ও পুর এলাকায় হবে শিবির।
আরও পড়ুন-জুনিয়র ন্যাশনালে ১০০ মিটার দৌড়ে রুপোর পদক কাঁকসার অর্পিতার
সেইমতো বাঁকুড়ার হিড়বাঁধ ব্লকে শুরু হয়েছে শিল্পের সমাধান শিবির। হস্তশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড-সহ বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে প্রকল্পের সমাধানও মিলবে। তাঁদের ঋণ-সহ যাবতীয় সাহায্য করার জন্যই এই নয়া কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে হস্তশিল্প ও ক্ষুদ্রশিল্পের সঙ্গে যুক্ত জেলার মোট ৩৩৯ জনকে আর্টিজান কার্ড দেওয়া হয়।