সিএএ (CAA) কার্যকর হতেই পাল্টা মাস্টারস্ট্রোক এল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে। তপসিলি জনজাতির ভোট টানতে বিশেষ এক কর্মসূচি নেওয়া হল। আজ, মঙ্গলবার থেকেই নতুন কর্মসূচি ‘তপসিলির সংলাপ’ চালু করল তৃণমূল কংগ্রেস। প্রত্যেক এলাকায় এই প্রচার গাড়ি যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের নানা সম্প্রদায়ের মানুষের উন্নতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছেন। মুখ্যমন্ত্রী তপসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষদের উন্নতি ঘটাতে বেশ কিছু প্রকল্প চালু করেছেন। তফসিলি জাতি উপজাতি মানুষের অভাব অভিযোগ শুনতে এবং তাঁদের সচেতনতা বাড়াতেই এই নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-প্রয়াত লাভ স্টোরি অফ এ স্পাই’ খ্যাত প্রযোজক ধীরজ লাল শাহ
গতকাল, দেশজুড়ে কার্যকর করা হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। লোকসভা নির্বাচনের আগেই আইন পাশ হওয়ার চার বছর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সোমবার এই আইন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেই জানিয়ে দেন, ‘কাউকে বঞ্চনা করতে দেব না।’ তারপরই ‘তফসিলির সংলাপ’ নামে একটি নতুন গাড়ি প্রকাশ্যে আনা হয়। প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটা তদারকি করতে রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় তফসিলির সংলাপ নামক গাড়ি চালু করা হয়েছে। ভোটের আগে ‘তপসিলির সংলাপ’ কর্মসূচি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।