প্রতিবেদন : ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিল রাজ্য। রাজ্যের দায়ের করা সেই মামলায় ধীরে চলো নীতি নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
২০১০ সালের মে মাসের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবী কপিল সিবাল কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানান। সুপ্রিম কোর্ট (Supreme Court) এই মামলায় আগামী ২৭ অগাস্ট মঙ্গলবার ফের শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট এই মামলার শুনানিতে রাজ্যকে নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসার পর ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করেছিল তৃণমূল কংগ্রেস সরকার। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়। এরপরই হাইকোর্টের রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এদিনের রায়ে নৈতিক জয় হল রাজ্য সরকারের। ওবিসিদের নিয়ে রাজ্যের ভাবনা যে অমুলক নয় এদিন ফের তা প্রমাণিত হল। তবে এই মামলার পরবর্তী শুনানিতে নজর থাকবে।
আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, ‘সন্দীপ কোনও পদে নেই, সবটাই গুজব’