পড়ুয়াদের স্কুল বাস, পুলকারের জন্য রাজ্যের নয়া গাইডলাইন

ভোট মিটতেই পাল্টাচ্ছে রাজ্যের কিছু নিয়ম। পড়ুয়াদের (student) স্কুল বাস, পুলকারের জন্য ইতিমধ্যেই এসে গিয়েছে রাজ্যের নয়া গাইডলাইন।

Must read

ভোট মিটতেই পাল্টাচ্ছে রাজ্যের কিছু নিয়ম। পড়ুয়াদের (student) স্কুল বাস, পুলকারের জন্য ইতিমধ্যেই এসে গিয়েছে রাজ্যের নয়া গাইডলাইন। স্কুল বাসের (school bus) রঙে কিছুটা পরিবর্তন করবে পরিবহণ দফতর। স্কুলবাস হলুদ রঙের হলেও বর্ডার নীল রঙের করতে হবে। পুলকারেও এই রঙ নির্দিষ্ট করে দেবে রাজ্য পরিবহণ দফতর। শুধু তাই নয়, পড়ুয়াদের সুরক্ষা বজায় রাখতে অ্যাটেনডেন্ট রাখতে হবে।

আরও পড়ুন-আজকের পর ‘প্রাক্তন’ সুনীল ছেত্রীকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

গত বুধবার ময়দান টেন্টে একটি বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন। কলকাতা পুলিশ, শিক্ষা দফতর এবং স্কুল বাসের সংগঠন সেখানে উপস্থিত ছিল। বৈঠকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিলেন বিভিন্ন কমিশনারেটের পুলিশ আধিকারিকরা।সেই বৈঠকে বলা হয়েছে, পড়ুয়াদের সুরক্ষায় রাজ্য পরিবহণ দফতর একটি গাইডলাইন আনতে চলেছে। এরপর গাইডলাইনের খসড়া তৈরী করা হয়েছে। জিপিএস লাগানোর বিষয়টিও সেখানে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন-সকালে অখিলেশ যাদবের পর বিকেলে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্কুলে যাতায়াতের যানবাহনে পড়ুয়াদের ওঠা নামার জন্য স্কুল বাসে সিঁড়ি কেমন হবে বা জানলা কেমন হবে পরিবহণ দফতর সেই নিয়েও নির্দেশিকা জারি করবে। সব স্কুলকে চালক রাখার ক্ষেত্রে সচেতন হতে বলা হয়েছে। চালকের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর কোনও মামলা আছে কিনা খতিয়ে দেখতে বলা হয়েছে। গাড়ি চালকের নথি স্কুল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশের কাছে জমা রাখতে হবে। সবমিলিয়ে শিশু সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Latest article