প্রতিবেদন : একশো দিনের কাজের বরাদ্দ টাকা দিচ্ছে না কেন্দ্র। ফলের কাজ করেও মজুরি পাচ্ছে না রাজ্যের লক্ষ লক্ষ গরীব মানুষ। এই অবস্থায় মজুরি থেকে বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য। ইতিমধ্যেই ওই প্রকল্পের জবকার্ড হোল্ডারদের ৫০ দিনের কাজ সুনিশ্চিত করা হয়েছে। এবার তা বাড়িয়ে ৬০ দিন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই একথা ঘোষণা করেছেন। রবিবার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় দলীয় জনসভা থেকে তিনি বলেন, আমরা ৫০ দিন কাজ দেব। জবকার্ড হোল্ডাররা যে টাকা পেতেন, সেটাই পাবেন। দরকার হলে ৫০ দিনের জায়গায় ৬০ দিন কাজ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করার আগেই এই বিষয় নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে প্রশাসন। সব ঠিক থাকলে চলতি আর্থিক বছর থেকেই বাড়তি ১০ দিনের কাজ পাবেন জবকার্ড হোল্ডাররা।
একশো দিনের কাজ প্রকল্পে গত তিনটি আর্থিক বছরে কেন্দ্র বাংলাকে কোনও টাকা দেয়নি।
আরও পড়ুন-মন্দির-মাজারে পুজো দিয়ে জনসংযোগে দেব
এই অবস্থায় ১০০ দিনের প্রকল্পের কর্মীদের বকেয়া শোধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে কর্মশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্যের জবকার্ড হোল্ডারদের বছরে ৫০ দিন কাজ নিশ্চিত করা হয়েছে। এখনও পর্যন্ত কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ পেয়েছেন ৬৪ লক্ষ ৩১ হাজার ১৩২ জন জবকার্ড হোল্ডার। ২৭ কোটি ৪৮ লক্ষ ৮৬ হাজার ৯০১টি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। রাজ্যের কোষাগার থেকে ৬১৯৮.৫৮ কোটি টাকা মজুরি বাবদ দেওয়া হয়েছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…