প্রতিবেদন : দুর্গাপুজোকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে ‘নির্মল দুর্গাপুজো অভিযান’-এর (Nirmal Durga Puja) ক্যালেন্ডার তৈরি করে প্রতিটি জেলাকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা আটদিন এই কর্মসূচি চলবে। দফতর থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলাকে শুধু কর্মসূচি পালন করলেই চলবে না, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হওয়ার পর তার ভিডিও ফুটেজ দফতরে পাঠাতেও হবে। এতে প্রত্যেক জেলার অগ্রগতি সরাসরি নবান্নের নজরে আসবে। এই উদ্যোগে যুক্ত করা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মীদেরও। প্রশাসন জানিয়েছে, স্থানীয় স্তরে জনসচেতনতা তৈরি না হলে এই অভিযানের কার্যকারিতা কমে যাবে, তাই সাধারণ মানুষকেও এর সঙ্গে সম্পৃক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। নির্দেশে জানানো হয়েছে, জঞ্জাল জমে থাকা জায়গাগুলিকে চিহ্নিত করে অবিলম্বে পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্লাস্টিকের বিকল্প ব্যবহারে সচেতনতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার দিকেও নজর দেওয়া হচ্ছে। দুর্গাপুজোর মণ্ডপ ও জনবহুল এলাকায় ব্যানার ও পোস্টারের মাধ্যমে স্বচ্ছতার বার্তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। প্রশাসনের আশা, দুর্গাপুজোর মতো একটি বিশ্বজনীন উৎসবের আবহে এই উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।
আরও পড়ুন-বঙ্গসন্তানদের স্মরণ, ৯৫ পল্লির মণ্ডপে হাজির রামকৃষ্ণ থেকে রবীন্দ্রনাথ