রাজ্যের অভিনব প্রকল্প, ১০০ দিনের কাজ থেকে বঞ্চিতদের জন্য, নদিয়ায় কর্মশ্রী পেতে চলেছেন ১৫ লাখ শ্রমিক

এই কাজ পাওয়ার জন্য প্রতিটি ব্লকে বিডিওদের কাছে জবকার্ড হোল্ডাররা তাঁদের কাজের প্রয়োজনীয়তার কথা বলে আবেদন করতে পারবেন।

Must read

সংবাদদাতা, নদিয়া : নদিয়ায় কর্মশ্রী পেতে চলেছেন ১৪ লক্ষ ৭২ হাজার শ্রমিক। এই কাজ পাওয়ার জন্য প্রতিটি ব্লকে বিডিওদের কাছে জবকার্ড হোল্ডাররা তাঁদের কাজের প্রয়োজনীয়তার কথা বলে আবেদন করতে পারবেন। নদিয়ায় মোট জবকার্ড হোল্ডার পরিবার ৭ লক্ষ ৬০ হাজারের। একশো দিনের কাজ বন্ধ হওয়ার পর শ্রমিকরা দুরবস্থায় পড়েন। রাজ্য সরকার বকেয়া টাকা পরিশোধ করে। মার্চে এই প্রকল্পের মাধ্যমে বছরে ন্যূনতম ৫০ দিনের কাজ পাওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই প্রকল্পের নামই কর্মশ্রী। ১০০ দিনের বকেয়া টাকা রাজ্য সরকারের মাধ্যমে পেয়েছেন নদিয়ার প্রায় দেড় লাখ শ্রমিক। এই শ্রমিকদের প্রায় ৫৪ কোটি ২০ লক্ষ টাকা দিয়েছে রাজ্য।

আরও পড়ুন-‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে ৪০ হাজার আবেদন, পথশ্রী প্রকল্পে আরও ২৫ হাজার রাস্তা

একুশে ফেব্রুয়ারির মধ্যে এই টাকা দেওয়া হয়। শ্রমিকদের দাবি করা টাকা পঞ্চায়েত থেকে ভেরিফাই হওয়ার পর দফতর থেকে টাকা চাওয়া হয়। টাকা আসার পর বিডিওরা ব্যাঙ্কের মাধ্যমে টাকা দেন। নদিয়ায় মোট ১০০ দিনের বকেয়া টাকা পাওনা ছিল ১ লাখ ৪৯ হাজার ৯৩৫ জন শ্রমিকের। অনুমোদন হয় ৫৪ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকা। ভোট মিটতেই কর্মশ্রী প্রকল্পের প্রক্রিয়া শুরু হয়েছে। নদিয়ায় জবকার্ড হোল্ডার পরিবার ৭ লক্ষ ৬০ হাজার, চাকদহ ব্লকে ৩৫৩৪৬, চাপড়া ব্লকে ৬০৪০৪, হাঁসখালি ব্লকে ৪৯৬৪৭, হরিণঘাটা ব্লকে ২৯৭২০, কালীগঞ্জে ব্লকে ৫০৬৩২, কল্যাণী ব্লকে ১৯৮৯৯, করিমপুর-১ ব্লকে ৪৬১৩৫, করিমপুর-২ ব্লকে ৬২২০৫, কৃষ্ণগঞ্জ ব্লকে ২৭২২৮, কৃষ্ণনগর-১ ব্লকে ৫৪৬৬৩, কৃষ্ণনগর-২ ব্লকে ২৯৩৭৯, নবদ্বীপ ব্লকে ২৭১৬৩, নাকাশিপাড়া ব্লকে ৭৪০০৪, রানাঘাট-১ ব্লকে ৩৫০৫৭, রানাঘাট-২, রানাঘাট ব্লকে ৫০২০৩, শান্তিপুর ব্লকে ৪৪০০৯ তেহট্ট-১ ব্লকে ৪৪৪৬৯, তেহট্ট-২ ব্লকে ২৯৬৭৫। জেলাশাসক অরুণ প্রসাদ বলেন, কর্মশ্রীর সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন থেকে আবেদন করা যাবে।

Latest article