পুজোর থিমে পার্লামেন্টে মুখ্যমন্ত্রীর স্ট্যাচু

ইতিমধ্যে এই পুজোকে ঘিরে স্থানীয় দেবীঝোরা চা বাগানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

Must read

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে উন্নয়ন। দেশ পরিচালকের ভূমিকায় তাঁকে সংসদে দেখতে চান অনুরাগীরা। এই ভাবনাকে মাথায় রেখেই এবারে দুর্গাপুজোয় পার্লামেন্টে সদৃশ মণ্ডপ গড়ছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দেবীঝোড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি। মণ্ডপের মধ্যে থাকছে মুখ্যমন্ত্রীর স্ট্যাচু। এ-বছর এই পুজোর ৫৪তম বর্ষ। সংসদীয় ভবনের আদলে গড়ে তোলা মণ্ডপের ভেতরে থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি।

আরও পড়ুন-জনসংযোগে পুজোয় শহরে-গ্রামে পাপিয়া

প্রতিবছর পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে পুজোকমিটিগুলোকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়, তার কৃতজ্ঞতাস্বরূপ এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ক্লাবের তরফে। প্রতিমা ও মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পীরা। সঙ্গে থাকছে মানানসই আলোকসজ্জা। মণ্ডপে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হবে। পুজোর দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সম্পন্ন হবে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচিও। জোরকদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। ইতিমধ্যে এই পুজোকে ঘিরে স্থানীয় দেবীঝোরা চা বাগানের শ্রমিক কর্মচারীদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

Latest article