”উস্কানিমূলক বার্তা থেকে দূরে থাকুন”, আশ্বস্ত করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার

শুক্রবার থেকে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুলিশ সুপার কুমার সানি রাজ।

Must read

শুক্রবার থেকে তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন পুলিশ সুপার কুমার সানি রাজ। ‘উস্কানিমূলক যেকোন রকম কথা থেকে দূরে থাকুন’’ এমন কথাই সাংবাদিকদের উদ্দেশ্যে জানান তিনি। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে বেলডাঙা নিয়ে মুর্শিদাবাদের (Murshidabad) পুলিশ সুপার কুমার সানি রাজ আশ্বস্ত করলেন সাধারণ মানুষকে। সাংবাদিকের আক্রান্ত হওয়ার প্রসঙ্গও তুলে ধরলেন তিনি।

আরও পড়ুন-বিজেপির ‘ডামি’ অধীরকে তুলোধনা! অভিষেকের মুর্শিদাবাদে টার্গেট ২২-০

পুলিশ সুপার এদিন সাংবাদিক বৈঠক থেকে সাফ জানান ‘’সাংবাদিককে মারের ঘটনায় আমরা ভিডিয়ো থেকে চারজনকে চিহ্নিত করেছি। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আরও ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদেরকে ভিডিয়োতে চিহ্নিত করে আদালতে পাঠানো হবে।’’ অভিযুক্তদের চিহ্নিতকরণের কাজ করছেন তদন্তকারী।

আরও পড়ুন-লাইনে দাঁড় করিয়ে মানুষ মারছে মোদির বিজেপি, তোপ সিঙ্গুরে

অভিযুক্তদের কারওর কোনও রাজনৈতিক পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে নিহত পরিযায়ী শ্রমিকের তদন্তে একটি টিম ঝাড়খণ্ডে তদন্ত চালাচ্ছে। বেলডাঙার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবারের পর শনিবারও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিশ সুপার মনে করছেন এদিনের বিক্ষোভ মূলত ঝামেলা করার জন্যই ছিল। তাই লাঠিচার্জও করা হয়েছে। শনিবার ফের বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ জমায়েত হয় এবং নতুন করে অশান্তি শুরু হয়। এরপরেই বিকেলে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা দিলেন। পরিযায়ী শ্রমিকদের আবেগের কথা তুলে এদিন বেলডাঙায় সাংবাদিক আক্রান্তের ঘটনা দুর্ভাগ্য়জনক বলে অভিহিত করেন কুমার সানি রাজ। এদিন তিনি বলেন, ‘’আপনারা যাঁরা সাংবাদিক রয়েছেন, এই সব জায়গায় গেলে একটু বুঝে প্রশ্ন করুন, কথা বলুন, ওদের অনেকেই দুবৃত্ত। এমন কোনও কথা যা ওদের উস্কানি জোগাতে পারে, সেই ধরণের প্রশ্ন থেকে দূরে থাকুন। গোটা ঘটনাটাই খুব দুর্ভাগ্যজনক।’’

Latest article