প্রতিবেদন : এবার থেকে আগাম না জানিয়ে সপ্তাহান্তে জেলা প্রশাসনের কোনও আধিকারিক নিজের দফতরের এলাকা ছাড়তে পারবেন না। শনিবার নবান্ন থেকে সব জেলাশাসককে এই কড়া বার্তা দিলেন মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা (Bhagwati Prasad Gopalika)। এদিন থেকে রাজ্য সরকারের জনসংযোগ কর্মসূচি রাজ্য জুড়ে শুরু হয়েছে। এই কর্মসূচি নিয়ে কোথাও কোনও সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেন মুখ্যসচিব (Bhagwati Prasad Gopalika)। তিনি ওই বৈঠকে স্পষ্ট ভাষায় বলে দেন, কোনও জেলার লাইন ডিপার্টমেন্টের কোনও সরকারি কর্মী, আধিকারিক না জানিয়ে সপ্তাহের শেষে নিজের দফতরের এলাকা ছাড়তে পারবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে আগাম অনুমতি নিয়ে তবেই তাঁরা অন্যত্র যেতে পারবেন। লাইন ডিপার্টমেন্ট বলতে পূর্ত, কৃষি, খাদ্য–সহ বিভিন্ন জনপরিষেবামূলক দফতরকে বোঝানো হয়।
এই দফতরগুলির কর্মী আধিকারিকদের মধ্যে যাঁদের দূরে বাড়ি, তাঁরা অনেকেই শুক্রবার কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা দেন। সোমবার ফের কাজে যোগ দেন। বেশিরভাগ সময়ে তাঁরা এর জন্য নিয়ম মেনে ছুটি নেন না। বিশেষ করে যাঁরা উত্তরবঙ্গে থাকেন তাঁদের মধ্যে এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। নবান্ন সূত্রে খবর এই প্রবণতা রুখতেই এই নির্দেশ দেওয়া হল।