হারেও ইতিবাচক থাকছেন স্টিমাচ

বেঙ্গালুরু এফসির হয়ে এবারের আইএসএলে দুর্দান্ত খেলেছেন রোশন। বুধবার রাতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছে তাঁর।

Must read

আরদ (বাহরিন), ২৪ মার্চ : ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাহরিনের বিরুদ্ধে ১-২ গোলে হার সত্ত্বেও, ফুটবলারদের লড়াইয়ে খুশি ভারতের কোচ ইগর স্টিমাচ। এই ম্যাচে একঝাঁক নতুন মুখকে সুযোগ দিয়েছিলেন স্টিমাচ। এঁদের মধ্যে তরুণ সাইডব্যাক রোশন সিংয়ের পারফরম্যান্স মুগ্ধ করেছে স্টিমাচকে।

আরও পড়ুন-দিল্লির ভয় বাঘিনীকে

বেঙ্গালুরু এফসির হয়ে এবারের আইএসএলে দুর্দান্ত খেলেছেন রোশন। বুধবার রাতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছে তাঁর। পরিবর্ত হিসেবে মাঠে নেমে দারুণ খেলেছেন এই মণিপুরি ডিফেন্ডার। ভারতের একমাত্র গোলটিও এসেছে তাঁর মাপা ক্রস থেকে। মুগ্ধ স্টিমাচ বলছেন, ‘‘রোশনের পারফরম্যান্সে আমি খুশি। শুধু আইএসএলেই নয়, আন্তর্জাতিক ফুটবলে অভিষেকেই নিজের জাত চিনিয়েছে ও। প্রমাণ করেছে ভবিষ্যতের তারকা হওয়ার মশলা ওর মধ্যে রয়েছে।’’ স্টিমাচ আরও বলেন, ‘‘আমার ফুটবলারদের কাছে এই ম্যাচটা ছিল অভিজ্ঞতা অর্জনের মঞ্চ। ওরা দারুণ লড়াই করল। তবে জাতীয় দলে নিয়মিত হওয়ার জন্য ওদের প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে।’’ শনিবার আরও একটি ফিফা ফ্রেন্ডলিতে ভারতের প্রতিপক্ষ বেলারুশ। সুনীল ছেত্রীর অনুপস্থিতি এই সফরে দলকে নেতৃত্ব দিচ্ছেন গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। বাহরিন ম্যাচে দারুণ গোলকিপিং করার পাশাপাশি একটি পেনাল্টিও বাঁচিয়েছেন গুরপ্রীত। তিনি বলছেন, ‘‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। যা পরের ম্যাচে কাজে লাগবে।’’

আরও পড়ুন-ড্রোন নিষিদ্ধ হল বনগাঁয়

বাহরিন ম্যাচের গোলদাতা রাহুল ভেকের বক্তব্য, ‘‘স্কোরশিটে নিজের নাম দেখে ভাল লাগছে। তবে ম্যাচটা ড্র করতে পারলে খুশি হতাম। এবার আরও একটা ম্যাচ রয়েছে। যা আরও বেশি চ্যালেঞ্জিং।’’

Latest article