ছত্তিশগড়ের (Chhattisgarh) মুঙ্গেলির সারগাঁওয়ে কোম্পানির চিমনি ভেঙে বড়সড় দুর্ঘটনা! লোহার পাইপ নির্মীয়মাণ কারখানায় আচমকাই চিমনি ভেঙে বিপত্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ৩০ জনেরও বেশি মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- ব্ল্যাক আইস-এ বিপত্তি সিকিমে, বন্ধ একাধিক পর্যটনকেন্দ্র
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও জরুরি পরিষেবা দল সেখানে পৌঁছে শুরু করা হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। আটকে থাকা শ্রমিকরা কোথায় রয়েছেন তা চিহ্নিত করা হচ্ছে। দুজন আহত শ্রমিককে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে, সাইলো যেটিতে প্রচুর পরিমাণে সামগ্রী সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। কাজ চলাকালীন সেই চিমনিই ভেঙে পড়ে। সেই সময় শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। প্রায় জনা ৩০-এক শ্রমিক ওই লোহার কাঠামোর নীচে চাপা পড়েছে বলেই জানা যাচ্ছে। আর এতেই আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।