প্রতিবেদন : ইস্টবেঙ্গল কোচ হিসেবে তাঁর বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। লাল-হলুদের নতুন কোচ হয়ে আসছেন সার্জিও লোবেরা। সবকিছু জেনেই দল নিয়ে সুপার কাপে খেলতে আজ বৃহস্পতিবার কেরল রওনা হচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন (stephen constantine)। ৮ এপ্রিল লাল-হলুদের (East Bengal) প্রথম ম্যাচ। গত দু’বারের থেকে এবার ইস্টবেঙ্গল আইএসএলে ভাল ফল করলেও তাঁকে কোচের হটসিট থেকে সরিয়ে দিচ্ছেন লাল-হলুদ কর্তারা। যা একেবারেই ভালভাবে ভাল চোখে দেখছেন না সাহেব কোচ।
সুপার কাপে খেলতে যাওয়ার আগে বুধবারই কলকাতায় শেষবারের মতো দল নিয়ে অনুশীলন সারেন স্টিফেন। এরপর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন ইস্টবেঙ্গল কোচ। বলেন, ‘‘এটা একেবারেই ভাল হল না। কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের সুপার কাপ খেলতে হচ্ছে। কোচ, ফুটবলাররা পরের মরশুমে থাকবে না। এটা জেনে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি। এটা একেবারেই ভাল উদাহরণ নয়। আমার দলে তো কেউ ছিল না। তবু আমি গত দু’বছরের থেকে ভাল ফল করেছি।’’ লোবেরার কোচ হয়ে আসা প্রসঙ্গে স্টিফেনের (stephen constantine) বক্তব্য, ‘‘সার্জিও লোবেরা আসুক বা লিওনেল মেসি, তাতে আমার কোনও যায় আসে না। যেটা হল সেটা ভাল হল না।’’ এদিকে, ব্রেন্ডন হ্যামিলকে ছাড়াই সম্ভবত সুপার কাপ খেলতে যাচ্ছে মোহনবাগান।
আরও পড়ুন- শিখরের দাপটে জিতল পাঞ্জাব