সিডনি : নিয়মের গেরোয় আটকে গিয়ে বিগ ব্যাশে খেলা হচ্ছে না স্টিভ স্মিথের। করোনার জন্য ভেস্তে গিয়েছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। তাই চলতি বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে চেয়েছিলেন স্মিথ। শনিবার বিগ ব্যাশ লিগের কোয়ালিফাইং রাউন্ডে পারথ স্কচাসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সিডনি সিক্সার্স-এর। ওই ম্যাচে খেলতে চেয়ে আবেদন করেছিলেন স্মিথ।
আরও পড়ুন-তৈরি পশ্চিমী ঝঞ্ঝা
কিন্তু টুর্নামেন্টের নতুন নিয়মে সেই আবেদন খারিজ হয়ে যায়। দুই সপ্তাহ আগে চালু হওয়া এই নিয়মে বলা হয়েছে, কোনও দল করোনায় আক্রান্ত হলে তারা পরিবর্ত ক্রিকেটার সই করতে পারবে। এর জন্য ক্রিকেটারদের একটি পুলও তৈরি করা হয়েছে। যেখান থেকে দলগুলো নিজেদের পছন্দের ক্রিকেটার বেছে নেবে। সমস্যা হল, স্মিথ এই পুলে নেই। ফলে সিডনি তাঁকে নিতে চাইলে বাকি দলগুলো প্রবলভাবে আপত্তি করে। এরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দেয়, স্মিথ এবারের বিগ ব্যাশে খেলতে পারবেন না। তবে অস্ট্রেলিয়া জাতীয় দলের অপর দুই ক্রিকেটার নাথান লিয়ন ও ট্রাভিস হেড নিজের নিজের বিগ ব্যাশ দলে যোগ দিতে পেরেছেন। কারণ তাঁরা চুক্তিবদ্ধ ছিলেন আগেই।