গোয়ার বিরুদ্ধেও অনিশ্চিত স্টুয়ার্ট

স্টুয়ার্ট না থাকলেও মোহনবাগান কোচের হাতে বিকল্পের অভাব নেই। আগের ম্যাচে গোল পেয়েছেন জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্স।

Must read

প্রতিবেদন : আইএসএলে দারুণ ছন্দে মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। কিন্তু এমন আবহেও গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অস্বস্তি বাড়ছে কোচ জোসে মোলিনার। স্কটিশ প্লে-মেকার এখনও পুরোপুরি ফিট নন। শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে। স্টুয়ার্ট দলের সঙ্গে গোয়া গেলেও, তাঁর মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
মঙ্গলবার মোলিনা যখন বাকি ফুটবলারদের নিয়ে চুটিয়ে প্র্যাকটিস করলেন, তখন রিহ্যাব করতে দেখা গেল স্টুয়ার্টকে। মোলিনাও ধরে নিয়েছেন, গোয়া ম্যাচে নিজের অন্যতম সেরা অস্ত্রকে পাবেন না। তাই বাকিদের নিয়েই ঘাম ঝরালেন। প্র্যাকটিসে মূলত উইং প্লের উপর জোর দিতে দেখা গেল মোহনবাগান কোচকে। শেষ ম্যাচে ভাল ফুটবল না খেলেও জয় এসেছে। প্রতিপক্ষ হিসাবে গোয়া যথেষ্ট শক্তিশালী। তার উপর নিজেদের মাঠে চেনা পরিবেশে খেলবে। তাই বাড়তি সতর্ক মোলিনা। আক্রমণের পাশাপাশি রক্ষণ সংগঠনেও জোর দিতে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন-সামনে রাজস্থান, সতর্ক নরহরিরা

স্টুয়ার্ট না থাকলেও মোহনবাগান কোচের হাতে বিকল্পের অভাব নেই। আগের ম্যাচে গোল পেয়েছেন জেমি ম্যাকলারেন ও জেসন কামিন্স। ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছেন দিমিত্রি পেতাত্রোসও। তবে গোয়া ম্যাচে প্রথম দলে গোটা দুয়েক বদল আনতে পারেন মোলিনা। মাঝমাঠে সাহালের পরিবর্তে শুরু করতে পারেন অনিরুদ্ধ থাপা এবং উইংয়ে লিস্টন কোলাসোর বদলে শুরু থেকে খেলার সম্ভাবনা আশিক কুরুনিয়ানের।

Latest article