জাতীয়

অস্ত্র-সহ যোগীরাজ্যের ৫ দুষ্কৃতীকে ধরল এসটিএফ

প্রতিবেদন : যোগীরাজ্যের দুষ্কৃতীদের বাংলায় বড়সড় অশান্তি পাকানোর ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের এসটিএফ। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহ থেকে আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করল এসটিএফ। উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলি। ধৃত পাঁচজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। এ রাজ্যে বড় কোনও নাশকতার চক্রান্ত করেছিল তারা, মনে করছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি। দায়ের করা হয়েছে এফআইআর। আজ মঙ্গলবার ধৃতদের পেশ করা হবে আদালতে। দুষ্কৃতীদের হেফাজতে নিয়ে আরও জেরা করে ঘটনার নেপথ্যে কী আছে দেখতে চান তদন্তকারীরা।

আরও পড়ুন-১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট

গোপন সূত্রে খবর এসেছিল, শিয়ালদহ স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে হবে অস্ত্রের হাতবদল। সেই সূত্র ধরেই সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ সুরেন্দ্রনাথ কলেজের সামনে মহাত্মা গান্ধী রোডে হানা দেয় এসটিএফের একটি দল। সঙ্গে ছিল মুচিপাড়া থানার পুলিশ। একটি ফাস্টফুডের দোকানের পাশ থেকে পাকড়াও করা হয় ৫ যুবককে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শিবশঙ্কর যাদব (২৬), রাহুল যাদব (২৭), আদিত্য মৌর্য্য (২০), দেবাঙ্ক গুপ্তা (২০), রুকেশ সাহানি (৩০)। প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি বন্দুক (একটি ৭এমএম সেমি অটোমেটিক, অন্যটি সিঙ্গেল শট) এবং ১৫ রাউন্ড গুলি (১০ রাউন্ড ৭.৬৫ ও ৫ রাউন্ড সিঙ্গেল শট) গুলিও উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের ফোন ও নগদ টাকা। কলকাতায় কীধরনের নাশকতামূলক হামলার ছক কষে এসেছিল তারা, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন এসটিএফের তদন্তকারীরা।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রসঙ্গত, ঠিক মাসদুয়েক আগে এই শিয়ালদহের বৈঠকখানা রোড থেকে প্রচুর অস্ত্র-সহ ইসমাইল নামে এক অস্ত্র পাচারকারীকে ধরেছিলেন এসটিএফের গোয়েন্দারা। বিহারের মুঙ্গের থেকে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি নিয়ে এসেছিল সে কলকাতায় পাচারের জন্য। কলকাতা কিংবা জেলায় দুষ্কৃতী হামলার ঘটনায় এর আগেও বারবার এই বিহার কিংবা যোগীরাজ্য উত্তরপ্রদেশের নাম উঠে এসেছে। কখনও অস্ত্র পাঠিয়ে, আবার কখনও ভাড়া করা গুন্ডা নিয়ে এসে বাংলাকে রক্তাক্ত করার চক্রান্ত চলছে। কসবায় কাউন্সিলরকে গুলি-কাণ্ড থেকে শুরু করে ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের পিছনেও বারবার বিহার-যোগ উঠে এসেছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

13 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

17 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

26 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

31 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

40 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago