এসটিএফের বড় সাফল্য, কলকাতায় আনন্দপুরে উদ্ধার ১০টি আগ্নেয়াস্ত্র

সামনেই রামনবমী, দিন রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতেই অস্ত্র পাচার এই পরিমান বেড়ে গিয়েছে কিনা সেটারই কিনারা করার চেষ্টা করছে পুলিশ। 

Must read

আনন্দপুরে (Anandapur) তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সেই কথাই মনে করিয়ে দিল আজকের ঘটনা। এবার সেই আনন্দপুরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। প্রায় দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় গ্রেফতার দু’জন। একজন পুরুষ ও অন্যজন মহিলা। আজ, রবিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর কাছে এই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে খবর আসে। এরপরেই অভিযান চালিয়ে দুজন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়। এই অস্ত্র সম্ভার নিয়ে অভিযুক্তরা কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিলেন সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা। একাধিক বাক্সের ভিতরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত ছিল। আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সামনেই রামনবমী, দিন রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করতেই অস্ত্র পাচার এই পরিমান বেড়ে গিয়েছে কিনা সেটারই কিনারা করার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন-বিভীষিকা! লাইনচ্যুত কামাক্ষ্য়া এক্সপ্রেসের ১১টি বগি

২৯শে মার্চ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশের সাহায্যে মাঝরাতে জেবিএস হ্যালডেন অ্যাভিনিউ এলাকা থেকে দুটি ৭এমএম বন্দুক, দুটি ভর্তি এবং একটি খালি কার্তুজ উদ্ধার করেছে। ১৭ই মার্চ সকালেই কলকাতায় উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। শিয়ালদহ স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ, কলকাতা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বর মাসে শিয়ালদহ সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের নাম ইজরায়েল খান। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল, ওয়ান শটার বন্দুক ও ৯০ রাউন্ড গুলি।

Latest article