প্রতিবেদন : সুপ্রিম কোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আরজি করের নির্যাতিতার (victim) নাম-ছবি। সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে পোস্ট করা হচ্ছে নির্যাতিতার ছবি, পরিচয়। এমনকী রাজপথে মিছিল-সমাবেশে ব্যবহৃত পোস্টারেও লেখা থাকছে নির্যাতিতার নাম। এই ধরনের ঘটনা কারা ঘটাচ্ছে, সেই নিয়ে এবার সিবিআইকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মহিলাদের উপর যেকোনও ঘটনায় নির্যাতিতার নাম-ছবি প্রকাশ্যে না আনার জন্য একসময় কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আরজি কর-কাণ্ডে প্রথম থেকেই সেই নির্দেশের তোয়াক্কা করেনি মানুষ।
আরও পড়ুন-নেই অ্যাম্বুলেন্স, মহারাষ্ট্রে মৃত সন্তানদের কাঁধে তুলে বাড়ি ফিরলেন মা বাবা
এরপর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতেও সোশ্যাল মিডিয়া থেকে এ-ধরনের সমস্ত পোস্ট ডিলিট করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু তার পরও পরিস্থিতি বদলায়নি। তাই এবার সিবিআইকে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সাফ নির্দেশ দেয়, কে বা কারা সোশ্যাল মিডিয়ায় আরজি করের নির্যাতিতার নাম-ছবি-পরিচয় প্রচার করে চলেছে, তাদের খুঁজে বের করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশ উপেক্ষা করে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে বা স্বনামের অ্যাকাউন্ট থেকে যারা এসব কাজ করছে, তাদের খুঁজবে সিবিআই। তারপর এই নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। আগামী ১৮ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।