নতুন অর্থবর্ষের শুরুতেই হু হু করে পড়ছে সেনসেক্স! নামছে নিফটিও

Must read

মঙ্গলে অমঙ্গল। নতুন অর্থবর্ষের প্রথম সেশনেই একধাক্কায় পড়ল সেনসেক্স। ইদের ছুটির পরেই শেয়ার বাজারে (Stock Market) দুপুর পৌনে দুটো নাগাদ ১ হাজার ৩৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স। একই ভাবে পড়েছে নিফটি ৫০। নিফটির পতন হয়েছে ৩৪০ পয়েন্ট।

এদিন ২ শতাংশের অধিক দর পড়েছে ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারের। মুনাফার নিরিখে শীর্ষে ছিল HBL Power, Vodafone Idea, Indus Towers, টাটা টেলিসার্ভিসেস, তেজস নেটওয়ার্কস, রতন ইন্ডিয়া ইনফ্রা, ওরিয়েন্ট রিফ্র্যাক্টরিজ, ইন্দাসইন্ড ব্য়াঙ্ক, বিকাজি ফুডস, ট্রেন্ট, গডফ্রে ফিলিপস, রুট মোবাইল, এমএমটিসি, নেটওয়ার্ক 18 মিডিয়া এবং JBM Auto-র শেয়ার।

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয় লাগোয়া জমি নিয়ে বিতর্ক, পড়ুয়াদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ পুলিশের

আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে UCO Bank, Voltas, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, জে বি কেমিক্য়ালস, অম্বর এন্টারপ্রাইজেস, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অতুল, ওবেরয় রিয়েলটি, আর আর কেবল, রেডিংটন, এলটি ফুডস, বিজয়া ডায়গনস্টিক, নিউল্যান্ড ল্যাবস, এবং আইপিসিএ ল্যাবসের শেয়ারে।

Latest article