ট্রাম্পের জয়ের ইঙ্গিতের পরই চড়ছে ভারতের শেয়ার বাজার!

Must read

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় কার্যত স্পষ্ট। এই খবরের পরেই চড়তে শুরু করেছে ভারতের শেয়ার বাজার (Share Market)। বুধবার ৯১৩ পয়েন্ট বেড়ে ৮০ হাজারের গণ্ডি পার করেছে সেনসেক্স। ঠিক একইভাবে বেড়েছে নিফটিও।

আরও পড়ুন- প্রয়াত পদ্মভূষণ-প্রাপ্ত গায়িকা সারদা সিনহা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

বিগত ৩০ দিন ধরে রক্তক্ষরণ চলছিল ভারতের শেয়ার মার্কেটে (Share Market)। এই কদিনে ভারতের বাজার থেকে বিনিয়োগ কমাচ্ছিলেন বিদেশি বিনিয়োগকারীরা। তবে শোনা যাচ্ছিল, আমেরিকায় প্রেসিডেন্ট ভোটে ট্রাম্প জয়ী হলে ঘুরে দাঁড়াবে ভারতের শেয়ার মার্কেট। আর তাই হল। এই মুহূর্তে সেনসেক্স রয়েছে ৮০,৩৯৪তে। পাশাপাশি ২৬৩-এর বেশি পয়েন্ট বেড়ে নিফটি পৌঁছেছে ২৪,৪৭৭-এ।

আজ শেয়ারবাজের সবচেয়ে বেশি উত্থান হয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেড, আদানি এনার্জি সলিউশান, ভারত ইলেক্ট্রনিক্স, টিসিএস, ইনফোসিস, এইচসিএল-এর মতো শেয়ারগুলিতে। এদিকে একাধিক শেয়ারেও পতন হয়েছে। ধাক্কা খেয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, এশিয়ানপেন্ট, কোল ইন্ডিয়া, টাইটানের- সহ একাধিক শেয়ারে।

Latest article