বিরাট ধস শেয়ার বাজারে। অব্যাহত রক্তক্ষরণ। এশিয়ান শেয়ার বাজারগুলিতে (Share Market) ভয়াবহ পতনের পর সোমবার ভারতীয় বাজারও হু হু করে নামছে সেনসেক্স সঙ্গে নিফটি! গত কয়েক বছরে সবচেয়ে ভয়াবহ পতনের সাক্ষী রইল ভারতীয় শেয়ার বাজার।
দিনের শুরুতেই ৩ হাজার পয়েন্টেরও বেশি নীচে নেমে যায় সেনসেক্স। অন্যদিকে ১ হাজার পয়েন্ট পতনের সাক্ষী হয় নিফটিও। ভয়াবহ এই ধ্বংসযজ্ঞে বাজার থেকে গায়েব হয়ে যায় প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। মাথায় হাত পড়ে যায় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। এই পরিস্থিতিতে বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, আরও নীচের দিকে নামবে সেনসেক্স নিফটি। তবে দুপুর ৩ টে নাগাদ সেনসেক্স পড়ে ২২৮৬ পয়েন্ট এবং নিফটি ৭৩৭। এদিন ট্রেন্ট, টাটা স্টিল, টাটা মোটরস, জেএসডব্লিউ স্টিল, শ্রীরাম ফিনান্স- একের পর এক সংস্থার শেয়ারের দাম হুহু করে পড়ছে।
আরও পড়ুন- যারা অযোগ্য চিহ্নিত তাদের বিরুদ্ধে প্রমাণ কী, স্বচ্ছতা চাইবে রাজ্য: মুখ্যমন্ত্রী
শেয়ার বাজারের রক্তক্ষরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “শেয়ার বাজারে কী প্রভাব পড়বে, তা আমি আগে থেকে বলতে পারি না। তবে এতদিন ধরে চলে আসা বাণিজ্যিক ঘাটতি যদি না মেটানো হয় তাহলে অন্য দেশগুলির সঙ্গে কোনও চুক্তি করা হবে না। মাঝে মাঝে কোনও রোগ মেটাতে ওষুধ দিতে হয়।”
কিন্তু কেন পড়ছে শেয়ার বাজার
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বিশ্বজুড়ে অস্থিরতার জেরে সমস্ত শেয়ার বাজারগুলিতেই এই রক্তস্নান চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে বিভিন্ন দেশের আর্থিক বাজারে যে ধাক্কা লেগেছে, তার প্রভাবে কেঁপে উঠেছে শেয়ার বাজারও। একইসঙ্গে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজছে। বিধ্বস্ত গাজা, সংকট কাটেনি ইউক্রেনেও। ফলে ধস নামছে অর্থনীতিতে, টানা পতনের সাক্ষী থাকছে শেয়ার বাজারগুলি।