প্রতিবেদন : ভালবাসার টানে ভালবাসা চুরি। যদিও শেষরক্ষা হয়নি। তবে এক্ষেত্রে ভালবাসার এই চুরি পর্বের সমাপতন হয়েছে পুলিশের হাত ধরে একগুচ্ছ গোলাপের মাধ্যমে। সিউড়ির এই ভালবাসা চুরির ঘটনা এখন হট টপিক। ভালবাসার আলোচনায় মশগুল চায়ের দোকানে উপস্থিত জনতা থেকে পুলিশ মহল। পাশাপাশি পুরসভার কাউন্সিলররাও। ঘটনা হল, দু’দিন আগেই সিউড়ি পুরসভার উদ্যোগে শহরের সৌন্দর্যায়নের জন্য ‘আমার ভালবাসার সিউড়ি’র মাঝে রাখা লাল রঙের হৃদয় ভাঙা অবস্থায় দেখে মন ভাঙে সিউড়ি শহরবাসীর। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
তৎপরতার সঙ্গে সিউড়ি থানার পুলিশ তদন্তে নামে এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মহম্মদবাজারের সেরেন্ডা গ্রাম থেকে বাপন বাদ্যকর নামে এক যুবককে গ্রেফতার করে সিউড়ি থানার পুলিশ। গ্রেফতারের খবর শুনে সিউড়ি থানায় আসেন পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। সেখানে বাপন পুলিশ এবং পুরপ্রধানের সামনে অকপট স্বীকারোক্তি দেয়। তার মুখে চুরির ঘটনা শুনে তাজ্জব বনে যান সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় ও পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায়। বাপন বিবাহিত, তার স্ত্রীর সঙ্গে নানা বিষয়ে ঝগড়া হয়, কিন্তু কোনদিনও সে স্ত্রীকে সেইভাবে ভাল উপহার দিতে পারেনি। সেদিন রাতে সিউড়ি রক্ষাকালীতলার শ্বশুরবাড়ি থেকে গ্রামে নিজের বাড়ি যাওয়ার সময় আকণ্ঠ মদ্যপান করে, তারপর মোটরবাইকে চেপে লাল হৃদয়ের আকারে সাইনবোর্ড দেখতে পায়, সেই সময় স্ত্রীর প্রতি প্রেম জাগে এবং লাল প্লাস্টিকের ‘হৃদয়’টি খুলে নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় সিউড়ি এসপি মোড়ের কাছে বাইক দুর্ঘটনা ঘটে। সেই সময় সেই প্লাস্টিকের ‘হৃদয়’টি হাত থেকে পড়ে ভেঙে যায়। গোটা বিষয়টি সে তার স্ত্রীকে জানায়। ততক্ষণে যুবকের স্ত্রী সিউড়ি থানায় এসে হাজির হয়েছে। এরপর পুলিশের উদ্দেশ্যে বাপন বলে, ঘোর অন্যায় হয়েছে স্যার, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বাপনের এই আচরণে সিউড়ি থানার আইসি ও পুরপ্রধান দু’জনেই হতবাক হয়ে যান। এরপরেই সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসে বাপনকে বলেন তার স্ত্রীকে দেওয়ার জন্য, এরপর বাপন গোলাপের তোড়া স্ত্রীর হাতে দিয়ে হাতজোড় করে ক্ষমা চেয়ে বলে, অনেক শিক্ষা হয়েছে, জীবনে আর যাই করুক সে, চুরি আর কোনওদিন করবে না। আপাতত বাপনের এই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই পুলিশ তাকে আর কোনও মামলা দেয়নি। সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন, ৪০ বছরের রাজনৈতিক জীবনে এ-ধরনের প্রেম কখনও দেখিনি। এমন ভালবাসা যাতে বিফলে না যায় তা দেখা আমাদের দায়িত্ব। সব সময় আইনের বেড়াজালে জড়িয়ে মানুষকে কঠিন শাস্তি না দিয়েও মানুষকে সংশোধন করা যায়। বাপন বাদ্যকর তার প্রকৃষ্ট উদাহরণ।