ঝড়-শিলাবৃষ্টিতে জেলায় চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার রাতে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির জেরে জেলায় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। এর জেরে চিন্তায় চাষিরা। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, মথুরাপুর, কুলপি ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, নামখানা-সহ বিভিন্ন এলাকায় দিশেহারা চাষিরা। মাঠের ফসল তোলার আগেই নষ্ট হল। ভিলেন ঝড়-বৃষ্টি। বোরো ধানগাছ কাটা অবস্থায় বৃষ্টিতে একেবারে তছনছ। বৃষ্টির জলে ভিজে যাওয়ায় শিস থেকে ধান ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই পাকাধান ঘরে তোলার জন্য চাষিরা মাঠের জমা জল সরাতে মোটর বসিয়েছেন। মাঠের পর মাঠ জলে ডুবে। এখন এই ধান কীভাবে খামারে তুলবেন তা নিয়ে দুশ্চিন্তায় চাষীরা। সার ও ওষুধের দাম বৃদ্ধির কারণে এবছর বেড়েছে চাষের খরচ। আর এই বৃষ্টিতে মাঠে জল জমে ধান নষ্ট হওয়ায় চাষিরা ধানচাষে প্রচুর আর্থিক ক্ষতির মুখোমুখি। এই অবস্থায় তাঁরা তাকিয়ে সরকারের দিকেই।
হুগলির দাদপুরের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে টর্নেডোর দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি। বৃহস্পতিবারের এই ঘটনার পর এদিন শুক্রবার ঘটনাস্থলে যান পোলবা দাদপুরের বিডিও জগদীশ বাড়ুই, শিদাতপুরের অভিষেক চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কর্তারা। ক্ষতি হয়েছে ধনিয়াখালিতেও। এই জেলাতেও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অবস্থায় তাঁরা চাইছে সরকার যদি কিছু আর্থিক সাহায্য করে তাহলে ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন তাঁরা।

আরও পড়ুন- ওয়াকফে রাজ্যের প্রতিবাদকেই মান্যতা শীর্ষ আদালতের, কারও প্ররোচনায় পা দেবেন না

Latest article