প্রতিবেদন : পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ২০১৬ সালে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে আসতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছিল। স্টর্মি নিজেই ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। কিন্তু মঙ্গলবার সেই মামলায় হেরে গেলেন স্টর্মি ড্যানিয়েলস। যে কারণে ক্যালিফোর্নিয়ার এক আদালত স্টর্মিকেই মানহানির এই মামলায় ট্রাম্পকে ১ লক্ষ ২১ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নিদেশ দিয়েছে।
আরও পড়ুন- কেরলকাণ্ডে অভিযুক্ত গ্রেফতার, খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি যোগ
জানা গিয়েছে, আদালতের নির্দেশে এই মামলায় দু’টি আপিলের জন্য ট্রাম্পের আইনজীবীকে ইতিমধ্যেই ৫ লক্ষ ডলার দিতে হয়েছে স্টর্মিকে। ফের নতুন করে জরিমানা করা হল তাঁকে।
স্টর্মি অভিযোগ করেছিলেন, ট্রাম্পের (Donald Trump) সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখার জন্য তাঁর বাড়ির পার্কিং লটে এসে তাঁকে হুমকি দিয়ে গেছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। যদিও ট্রাম্পের দাবি, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এরপরেই ২০১৮ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন স্টর্মি। কিন্তু তাঁর আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি জানিয়েছিলেন, ট্রাম্পের বক্তব্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট দ্বারা সুরক্ষিত। এরপরেই দু’টি আলাদা আপিলের ক্ষেত্রে স্টর্মিকে ট্রাম্পের অ্যাটর্নিকে ৫ লক্ষ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল আদালত। এবার সেই মামলাতে হেরেই গেলেন পর্ন তারকা।