প্রতিবেদন: নানা ইস্যুতে মৌচাকে ঢিল ছুঁড়ে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছিল যে সংস্থা, তা এবার বন্ধ হতে চলেছে। আমেরিকার বিখ্যাত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ (Hindenburg) রিসার্চের রিপোর্টের দৌলতে ভারতের রাজনীতিতেও কম আলোড়ন হয়নি। বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালীদের আকাশছোঁয়া দুর্নীতি, কারচুপি ও জালিয়াতির তথ্য ফাঁস করা এই মার্কিন সংস্থাটি বন্ধ করার ঘোষণা করলেন হিন্ডেনবার্গ রিসার্চের প্রধান ন্যাথান অ্যান্ডারসন। যে ঘোষণার পর স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। অনেকেরই প্রশ্ন, প্রভাবশালীদের দুর্নীতি ফাঁস করা হিন্ডেনবার্গ রিসার্চ কি পাল্টা হুমকি ও চাপের মুখে পড়ছিল? যদিও এই জল্পনা নস্যাৎ করেছেন ন্যাথান অ্যান্ডারসন। জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই সংস্থা বন্ধের সিদ্ধান্ত। এরপর নতুন কাজ শুরুর পরিকল্পনা আছে বলে জানান তিনি। ২০২২ সালে হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক রিপোর্টে দাবি করা হয়, ভারতের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ গৌতম আদানির সংস্থা বিপুল কারচুপি করে শেয়ার মার্কেটে নিজেদের সংস্থার শেয়ারের দাম বাড়াত। আমদানির খরচ বেশি দেখিয়ে এবং ঘুরপথে নিজেদের সংস্থার শেয়ার কিনে কৃত্রিমভাবে দাম বাড়ানোর মতো আর্থিক জালিয়াতির সঙ্গে যুক্ত আদানি গোষ্ঠী। হিন্ডেনবার্গের এই রিপোর্ট ঝড় তুলে দেয় ভারতের রাজনীতিতে। সংসদের ভিতরে-বাইরে সোচ্চার হয় বিজেপি-বিরোধীরা। বিদেশেও মুখ পোড়ে আদানি গোষ্ঠীর। যদিও সব অভিযোগই অস্বীকার করেছিল আদানিরা। তবে হিন্ডেনবার্গের (Hindenburg) রিপোর্টের ধাক্কায় আদানিদের সম্পদ কমে প্রায় অর্ধেক হয়ে যায়। আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে তারা। এর আগে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের ভিত্তিতে সামনে আসে বৈদ্যুতিক ট্রাক প্রস্তুতকারক নিকোলা গোষ্ঠীর কেলেঙ্কারি। এছাড়া ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধান মাধবী পুরী বুচ ও তাঁর স্বামীর বিরুদ্ধে যে তথ্য গোপন ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে তারও সূত্রপাত হয়েছিল হিন্ডেনবার্গের রিপোর্টের ভিত্তিতে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি প্রভাবশালীদের অনিয়ম ফাঁস করায় পাল্টা হুমকির জেরে সংস্থা বন্ধের ঘোষণা করলেন ন্যাথান অ্যান্ডারসন? যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, কোনও হুমকি, আতঙ্ক বা অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তথ্যভিত্তিক গবেষণায় উঠে আসা আর্থিক অনিয়ম ও দুর্নীতি ফাঁস করেছি আমরা। এখন অন্য কাজ শুরু করব। এই সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত।