পাটনা : বিতর্কটা এই প্রথম নয়। দিনকয়েক আগেই এমন ফতোয়া জারি হয়েছিল দিল্লি এবং লাগোয়া অঞ্চলে। উঠেছিল তীব্র সমালোচনার ঝড়। আবার বিহারে সেই একই অদ্ভুত নির্দেশ জারি হল। শিক্ষকদের দিয়ে এবার পথকুকুর গণনা করাবে বিহার সরকার।
আরও পড়ুন-বরোদায় বিরাট উন্মাদনা, পোশাক নিয়ে তুঙ্গে চর্চা
প্রশ্ন উঠেছে, এটা কি কখনও শিক্ষকদের কাজ হতে পারে? তাহলে কি এবার ক্লাসরুমে পড়াতে যাবেন পুরকর্মীরা? এসআইআরের কাজের প্রবল চাপের মধ্যে এই কাজ সম্ভব কীভাবে? এবার এই প্রশ্নই উঠছে বিহার সরকারের জারি করা নয়া ফতোয়া ঘিরে। বিজেপি শাসিত বিহারে শিক্ষাব্যবস্থার বেহাল দশা নতুন নয়। এর মধ্যেই এবার শিক্ষকদের উপর আরও এক অদ্ভুত দায়িত্ব চাপানো হল। রোহতাস জেলার সাসারাম পুরসভা সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়েছে, পুর এলাকার প্রতিটি স্কুল থেকে একজন শিক্ষককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করে পথকুকুরের তথ্য সংগ্রহ করতে হবে। স্কুল চত্বর ও আশপাশের এলাকায় থাকা পথকুকুরদের সংখ্যা, অবস্থা এবং নিয়ন্ত্রণের সম্ভাব্য ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট তৈরি করে নির্দিষ্ট দফতরে জমা দিতে হবে।

