মহিলাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল রাজস্থানের (Rajasthan) গাজীপুরের চৌধুরী সম্প্রদায়। যখন গোটা পৃথিবী হাতের মুঠোয় শুধুমাত্র মোবাইল ফোনের একটি ক্লিকে তখন এই নিদান একেবারেই হাস্যকর পরিস্থিতি তৈরী করেছে দেশজুড়েই। রাজস্থানের জালোর জেলার গাজীপুরের চৌধুরী সম্প্রদায় গ্রামে এক সভায় এই বিষয়ে আলোচনার পরে মোবাইল ব্যবহার নিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-রাজকোটে কাল বাংলা-বিদর্ভ
রবিবার গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের সভাতে সভাপতিত্ব করেন ১৪টি মহকুমা(পট্টি)-র সভাপতি সুজনরাম চৌধুরী। সভার পরে তিনি নির্দেশ জারি করেন আগামী ২৬ জানুয়ারি থেকে সেখানকার ১৫টি গ্রামের তরুণী এবং গৃহ বধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কি-প্যাড যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন তাঁরা। আশ্চর্যের বিষয় এই সিদ্ধান্ত গ্রহণও করা হয়েছে। সূত্রের খবর সভার পর সেখানে জানিয়ে দেওয়া হয়েছে, তরুণী ও পুত্রবধূরা ক্যামেরা যুক্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না। কোনও অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে গেলেও মোবাইল নিয়ে যাওয়া যাবে না বলেই জানিয়ে দেওয়া হয়। আগামী বছরের প্রজাতন্ত্র দিবস থেকেই কার্যকর হবে এই নিদান।
আরও পড়ুন-গ্রিন হাউসে গন্ডগোল
কিন্তু প্রশ্ন উঠছে ঠিক কী কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? সুজনরাম চৌধুরী জানিয়েছেন নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই ‘পঞ্চ হিম্মতারম’ (পাঁচ সদস্য)—র তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। তারা মনে করছে অনেক মহিলাই বাড়ির কাজ মেটানোর জন্য শিশুদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন। এর প্রভাব পড়ছে তাদের চোখের উপরে। সেটা ঠেকানোর জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে পড়ুয়ারা ঘরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। পড়ার প্রয়োজনে মোবাইল ফোন রাখা যাবে। তবে কোন সামাজিক অনুষ্ঠানে বা প্রতিবেশীদের বাড়িতে মোবাইল নিয়ে যাওয়া যাবে না।
এই নির্দেশ এবং নিষেধাজ্ঞা জারি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে চৌধুরী সম্প্রদায় এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে নারাজ। মহিলারা এই সিদ্ধান্তে কতটা সম্মতি দেবেন এই নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। তবে কি ফের বলপূর্বক সেই পুরুষতন্ত্রই চাপিয়ে দেওয়া হচ্ছে গেরুয়া রাজ্যে?
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…